২০২০ টোকিও প্যারালিম্পিকে জুডো ডিসিপ্লিনে সোনা জিতেছিলেন আজারবাইজানের শাহানা হাজিয়েভা। দৃষ্টিহীন হিসেবে নারীদের জুডোর ৪৮ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন এই অ্যাথলিট। এবার প্রতারণার অভিযোগে তার সেই সোনার পদক কেড়ে নেওয়া হতে পারে। পাশাপাশি আজীবন নির্বাসনের শাস্তির খড়গও ঝুলছে। মিররের এক প্রতিবেদনে এমনটা জানা গেছে।
প্যারালিম্পিকের সোনা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন হাজিয়েভা। তার সব পদকই দৃষ্টিহীন ক্রীড়াবিদ হিসেবে। এর মধ্যেই গত মাসে এক পরীক্ষায় দৃষ্টিহীন হিসেবে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি।
বিশ্ব প্যারা জুডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য চোখের পরীক্ষা দিতে হয় হাজিয়েভাকে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ দৃষ্টিহীন হিসেবে খেলার জন্য উপযুক্ত হননি। চিকিৎসকরা জানিয়ে দেন, হাজিয়েভার চোখে তেমন সমস্যা পাওয়া যায়নি। পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ২৫ বছরের হাজিয়েভার বিশ্ব প্যারা জুডো চ্যাম্পিয়নশিপ খেলার আশা।
এই ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব জুডো সংস্থা হাজিয়েভার জেতা সব পদক কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছে। পাশাপাশি জীবনে আর কোনও প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে।
টিকে/টিএ