পড়া বুঝিয়ে নিতে চেম্বারে আসেন সেই ছাত্রী, দাবি শিক্ষকের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ চেম্বারে এক নারী শিক্ষার্থীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনাটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। রোববার (১৭ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

অধ্যাপক হেদায়েত উল্লাহ বলেন, গত ১১ মে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এক নারী শিক্ষার্থী পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সহায়তা নিতে তার চেম্বারে আসেন। এরপর প্রায় ৫টা ৪০ মিনিটে চারজন যুবক চেম্বারে প্রবেশ করে। তাদের মধ্যে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব, সিরাজুল ইসলাম সুমন (নিজেকে সাংবাদিক পরিচয় দেন), সাজ্জাদ হোসেন সজিব (কালবেলার প্রতিনিধি) ও মোহাম্মদ আতাউল্লাহ (যিনি নিজেকে সমন্বয়ক বলেন)। তারা চেম্বারে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। অভিযোগ অনুযায়ী, তারা ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং হুমকি দেন।

তিনি জানান, অভিযুক্তরা তাকে বলেন যে, তার ক্যারিয়ার নষ্ট করে দেবে এবং শিক্ষার্থীর সামাজিকভাবে সম্মানহানি ঘটাবে—এই মর্মে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। এরপর তারা প্রথমে ৫ লাখ টাকা দাবি করে, পরে তা কমিয়ে এক লাখ টাকা হাতে এবং বাকি চার লাখ পরে দিতে বলেন। হেদায়েত উল্লাহ দাবি করেন, তারা শিক্ষার্থীকে তালা দিয়ে আটকে রাখে এবং নানা হুমকি দিতে থাকে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পরে জুবেরি ভবনে গিয়ে এক লাখ টাকা তুলে দেন। পরদিন আরও দুই লাখ টাকা দেন। সুমন প্রথম দফায় এক লাখের সঙ্গে অতিরিক্ত আড়াই হাজার টাকাও নেন বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া তিনি জানান, পরে জানতে পারেন, তাদের এই তথাকথিত অভিযানে তারই ফ্যাকাল্টির এক শিক্ষক জড়িত, যিনি অভিযুক্তদের তথ্য দিয়েছেন। সেই শিক্ষকও নাকি তার কাছ থেকে কমিশন পাওয়ার আশায় এই কাজ করেন।

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর হেদায়েত উল্লাহর বহিষ্কারের দাবিতে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ—অধ্যাপক ও শিক্ষার্থী এবং অভিযুক্ত সাংবাদিকরাও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।

ওই নারী শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি স্যারের সঙ্গে দেখা করতে চেম্বারে গিয়েছিলেন। পড়াশোনার সময় সন্ধ্যা হয়ে গেলে হঠাৎ কয়েকজন যুবক চেম্বারে প্রবেশ করে এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করে। ওড়না খুলে গেলে তিনি আতঙ্কে টেবিলের নিচে লুকান। তাদের হুমকিতে তিনি গামছা দিয়ে মুখ ঢেকে বের হন। তার নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক হেদায়েত উল্লাহ বাধ্য হয়ে অর্থ দেন বলে জানান তিনি।

অন্যদিকে, সাংবাদিক পরিচয়দানকারী সাজ্জাদ ও সুমন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, এক স্যারের কাছ থেকে খবর পেয়ে প্রক্টর অফিসের অনুমতি নিয়ে তারা ঘটনাস্থলে যান। চেম্বারে ঢুকে প্রথমে অন্ধকার কক্ষের ভেতর হেদায়েত উল্লাহর সঙ্গে কথা বলেন এবং পরে টেবিলের নিচে লুকানো অবস্থায় ছাত্রীকে দেখতে পান। ছাত্রীটি অনুরোধ করেন, ভিডিও যেন প্রকাশ না করা হয়, কারণ এতে তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা তখন ভিডিও প্রকাশ না করার সিদ্ধান্ত নেন।

এই ঘটনা ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহল।

Share this news on:

সর্বশেষ

img
বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের Jan 12, 2026
img
রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে আজ থেকে শুনানি শুরু Jan 12, 2026
img
শ্রীলংকায় বাংলাদেশের ‘রাক্ষস’ শুটিংয়ে সিয়াম-সুস্মিতা, কী বললেন পরিচালক? Jan 12, 2026
ইরানি জনগণের স্বাধীনতা কামনা ইসরায়েলের Jan 12, 2026
রাজশাহীতে বিজিবির দেওয়া কম্বল পেয়ে যা বললেন সীমান্তপাড়ের মানুষ Jan 12, 2026
মার্কিন সামরিক হামলার কঠোর জবাব দেবে তেহরান: ইরানি স্পিকার Jan 12, 2026
৩ মিনিটে জেনে নিন গণভোট কী এবং কেন? Jan 12, 2026
মোসাব্বির হত্যার কারণ জানাল ডিবি Jan 12, 2026
শান্ত-ওয়াসিম ঝ-ড়ে ১৭৮ রান করেও পাত্তা পেলো না রংপুর Jan 12, 2026
img
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট Jan 12, 2026
img
আসেন ওস্তাদ, আসেন: ছেলেকে উদ্দেশ্য করে মোহাম্মাদ নবি Jan 12, 2026
img

স্প্যানিশ সুপার কাপ

রোমাঞ্চকর এল ক্লাসিকোতে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বার্সেলোনা Jan 12, 2026
img

এফএ কাপ

ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় ম্যানইউর Jan 12, 2026
img
শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ১৩ বছরের অপেক্ষার অবসান শ্রীলঙ্কার Jan 12, 2026
img
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে কুমিল্লা-৫ আসনে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ Jan 12, 2026
img
ফের মাগুরা উপনির্বাচনের ভুল কেউ করবে বলে মনে হয় না : রুমিন ফারহানা Jan 12, 2026
img
ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানি পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা Jan 12, 2026
img
আবারও পেছাল ব্রাকসু নির্বাচন Jan 12, 2026
img
ফাঁস হলো স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রার ডিজাইন: থাকছে বড় পরিবর্তন ও নতুন লুক Jan 12, 2026
img
বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান Jan 12, 2026