রাতের আঁধারে বিএসএফের পুশইন,সীমান্তে আতঙ্ক

সীমান্ত পথে আবারও বাংলাদেশে পুশইন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এবার কৌশল আরও ভয়ঙ্কর। রাতের আঁধারে সীমান্ত বাতি নিভিয়ে দেয়া হয়, এরপর চলে বাংলাদেশে পুশইন। এ নিয়ে সীমান্তে আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

শুক্রবার (১৬ মে) গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার নীলফামারী-৫৬ বিজিবির অধীনস্ত ডানাকাটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্ত এলাকার বাসিন্দারা বলছে, রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠলে কয়েকজনকে অন্ধকারে দেখতে পেয়ে ধরে ফেলেন তারা। এ সময় সীমান্তের কাঁটাতারের ওপর থাকা লাইট বন্ধ ছিল। এরপর খবর দেয়া হয় বিজিবিকে।

এ দিকে স্থানীয়দের দাবি, বিএসএফ পরিকল্পিতভাবে সীমান্তে বাতি বন্ধ করে দিয়ে নতুন পদ্ধতি অবলম্বন করেছে। তবে বিজিবির পাশাপাশি নিজেরা সতর্ক রয়েছেন বলে জানান বাসিন্দারা।

স্থানীয়রা আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপর ভারতের লাইট আমরা দিন-রাত ২৪ ঘণ্টা জ্বলে থাকতে দেখি। কিন্তু শনিবার রাতে হঠাৎ লাইট অফ হয়ে যায়। যার পর মানুষ পার করার ঘটনাটি ঘটে।
 
সীমান্তের পাটোয়ারী পাড়া গ্রামের বাসিন্দা বিপ্লব ইসলাম বলেন, ‘রাত ১২টা থেকে ১টার দিকে যখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম। ঠিক সে সময়ে সীমান্তে একটা শব্দ পাওয়া যায়। আমরা বের হয়ে দেখি সীমান্তের সব লাইট বন্ধ। অন্ধকারে কয়েকজনকে দেখে আমরা আটক করে বিজিবিকে খবর দেই। তবে লাইট বন্ধ করে এমন করে মানুষ পাঠানো; আসলে এবার নতুন দেখলাম আমরা।’

এ দিকে অলিয়র নামে আরেকজন বলেন, ‘রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ করে মানুষ পার করার নতুন পদ্ধতি শুরু করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় বসবাস করায় আমরা সর্বদা সতর্ক আছি। আমরা বিজিবিকে সহায়তার চেষ্টা করছি; যাতে বিএসএফ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে।’

এর আগে শুক্রবার রাত থেকে শনিবার (১৬ ও ১৭ মে) দুপুর পর্যন্ত নীলফামারী-৫৬ বিজিবির অধীনস্ত পৃথক সীমান্তে (উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত) শিশুসহ আটক ১১ জনকে বোদা থানা পুলিশে সোপর্দ করা হয়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করে আসছিলেন। গত ২ মে ভারতীয় পুলিশ তাদের ভারতের মুম্বাই থেকে আটক করে। ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে বিমানে বাংলাদেশি মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমান বন্দরে পৌঁছে দেয়। এদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্তে পুশইন করা হয়।
 
আটকরা সবাই বাংলাদেশি নাগরিক; তারা হলেন: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ফাইজান শেখ (১০), নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া (৩৫) ও খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া (৭০)।

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ‘সীমান্তে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় কাজ করতেন বলে জানা গেছে। আটকের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশ করায় পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে।’

এ দিকে একই ঘটনায় আটক ১০ বছর বয়সী শিশুটিকে বিজিবি ও সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তার মাধ্যমে প্রকৃত অভিভাবকের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইল-৮ আসনে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ Nov 28, 2025
img
জামায়াতের প্রার্থীর প্রচারণায় বিএনপি সমর্থকদের হামলার নিন্দা-প্রতিবাদ Nov 28, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে হাতবোমা নিক্ষেপ নিয়ে আইনজীবী পান্নার মন্তব্য Nov 28, 2025
img
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ Nov 28, 2025
img
তৃতীয় মেয়াদে ডা. শফিকুর রহমান, দায়িত্ব পালনের নতুন শপথ আজ Nov 28, 2025
img
প্রচারের ভিড়ে নিজস্ব বিশ্বাসে কোয়েল মল্লিক Nov 28, 2025
img
যত ইচ্ছে সমালোচনা করতে বললেন তাওহীদ হৃদয় Nov 28, 2025
img
রাজশাহীতে ৬০টি হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ Nov 28, 2025
img
আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই Nov 28, 2025
img
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ Nov 28, 2025
img
রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর লিটন দাসের মন্তব্য Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ Nov 27, 2025
img
মেন্টরের জন্য দুই কিংবদন্তির সঙ্গে আলোচনায় নোয়াখালী Nov 27, 2025
img
ভূমিকম্পে ঢাকার যেসব এলাকা কম ঝুঁকিপূর্ণ Nov 27, 2025
img
মুক্তি পেয়েছে 'স্ট্রে/ঞ্জা/র থিংস ৫, ক্র্যাশ করল নেটফ্লিক্স Nov 27, 2025
img
নারী উদ্যোক্তা তনির মানহানির মামলায় গ্রেপ্তার আকাশ নিবির কারাগারে Nov 27, 2025
img
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের সাজা Nov 27, 2025
img
কোনো দলের সমালোচনা করে প্রচারণা করব না: জামায়াত প্রার্থী Nov 27, 2025
সারা বাংলাদেশ আজ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কামাল হোসে Nov 27, 2025