খুলনায় জুলাই যোদ্ধা অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত যুবলীগ নেতা মিনারুল ইসলাম জুলাই যোদ্ধা হিসেবে অনুদান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত জুলাই যোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি।

এদিকে ওই যুবলীগ নেতাকে জুলাই যোদ্ধা হিসেবে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘটনা‌ তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রোববার (১৮ মে) রাতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- পুলিশ সুপার‌ ও সিভিল সার্জনের প্রতিনিধি, ইউএনও (তেরখাদা), ২ জন ছাত্র প্রতিনিধি।‌ কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী কমিশনার (সাধারণ শাখা)।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, যুবলীগ নেতা মিনারুল ইসলাম খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে খুলনার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় কার্যালয় থেকে পালাতে গিয়ে আহত হন তিনি।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, আহত জুলাই যোদ্ধা সি ক্যাটাগরিতে খুলনায় ৬৩ জনের নামে চেক এসেছে। তাদের মধ্যে ৫০ জন এক লাখ টাকার চেক নিয়েছেন। গত ১৪ মে খুলনার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণ করেন মিনারুল।

এদিকে তার চেক প্রাপ্তির ছবি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান বলেন, তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মিনারুল ইসলাম। ২০২৩ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তাকে বহিষ্কার করা হয়। জুলাই আন্দোলনের সময় তিনি মধুপুরের বাড়িতেই ছিলেন। ৪ আগস্ট খুলনায় দলীয় কার্যালয়ে সমাবেশে যোগ দিতে যান। সেখানে পালাতে গিয়ে টিনের চালে ঝাপ দিলে তিনি পায়ে আঘাত পেয়েছেন বলে জানতে পারি।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকেদের বলেন, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী চেক বিতরণ করা হয়েছে। আলোচিত মিনারুল ইসলামের নামটিও মন্ত্রণালয় থেকে সুপারিশ করা। তারপরও ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন May 19, 2025
img
আশুলিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন May 19, 2025
img
রিশাদের অভিযোগ উড়িয়ে দিয়ে টম কারেন বললেন, ‘আমি কান্না করিনি’ May 19, 2025
img
আদালতে নেওয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে May 19, 2025
img
১০ সপ্তাহ পর গাজায় সামান্য খাদ্য প্রবেশের অনুমতি May 19, 2025
img
আজ রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান পঞ্চম May 19, 2025
img
ক্লাস পরীক্ষায় ফিরলেন জবি শিক্ষার্থীরা, প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন May 19, 2025
img
সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের May 19, 2025
img
একটা নোংরা ব্যবসা ছিল, আমি আর এর মধ্যে নেই: অনু আগরওয়াল May 19, 2025
img
বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে: তারেক রহমান May 19, 2025
img
বীরগ‌ঞ্জে ট্রাক-মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে প্রাণ গেল ৩ ‌জনের May 19, 2025
img
আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ May 19, 2025
img
জমিদার ঘরের সন্তান হয়েও ধনেপাতা বিক্রি করতেন নওয়াজউদ্দিন May 19, 2025
আব্দুল্লাহ কে জ-ই করার কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 19, 2025
img
আগস্ট-অক্টোবরেই ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে : আমীর খসরু May 19, 2025
img
ডিজিটাল চালান বাধ্যতামূলক ২৭ ধরনের ব্যবসায় May 19, 2025
img
টিউবওয়েল চাপতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল শ্রমিকের May 19, 2025
img
‘হেরা ফেরি থ্রি’ ছাড়ার কারণ জানালেন পরেশ রাওয়াল May 19, 2025
img
কিয়েভে একসঙ্গে ২৭৩ ড্রোনের হামলা May 19, 2025
একাদশে না থেকেও যে বিরল রেকর্ড গড়েছেন শান্ত May 19, 2025