টিশার্ট-জিনস পরে মন্দিরে গেলে মা ওপর থেকে এসে দু’ঘা দিতেন: স্বস্তিকা

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কলকাতার পাশাপাশি মুম্বাইতেও সমানতালে কাজ করেন। শুধু তাই নয়, মুম্বাইতে কাজ করার ফাঁকে বেশিরভাগ সময়েই তাঁর ইমেজ একেবারে পাশের বাড়ির মেয়ের মতো। কখনও মাথায় তেল মেখেই সারমেয় কন্যা সাবিত্রীকে নিয়ে চিকিৎসা করাতে যান, তো কখনও অবলীলায় মুম্বইয়ের রাস্তায় অটো করে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন ইন্দোরে, একটি মারাঠি ছবির শুটিংয়ে। শুটিংয়ের শেষে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিয়ে এসেছেন স্বস্তিকা। সেকথা নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। মন্দিরে প্রবেশের পোশাক আশাক নিয়েও খোলাখুলি মনের কথা জানিয়েছেন তিনি।

মহাকাল মন্দিরে পুজো দিতে যাওয়া নিয়ে ফেসবুক পোস্টে স্বস্তিকা লিখেছেন, ‘গতকাল নাইট শিফ্ট ছিল। ৪ পিএম কল টাইম। আজকে সকাল ৭.৩০ টায় ছুটি হলো। ইন্দোরে এসছি একটা মারাঠি ছবির কাজে। এখন Ujjain যাব, মহাকাল মন্দিরে, জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আর মায়ের জন্য পুজো দিতে। এই মন্দিরের কথা আগে শুনেছিলাম কিন্তু মনে ছিল না। গাড়ির চালক দাদাকে জিজ্ঞেস করাতে বলল। Ujjain এ মহাকাল। আর ইন্দোর থেকে ২-২.৩০ ঘণ্টা দূরে ওমকারেশ্বর।

ঘুম হলোনা এক ফোঁটা ঠিকই কিন্তু এই সুযোগ ছাড়া যায় বলুন? আর অল্পদিনের জন্য এসছি তাই ওই টি-শার্ট, স্কার্ট, প্যান্ট ঐসব প্যাক করেছি। ডিসেম্বর মাসে বম্বেতে একটা অডিশন দিতে যাব, ওদের ব্রিফ অনুযাই এরকম একটা শাড়ি লাগতো, আমার পার্মানেন্ট মুশকিল আসান Parama নিজের একটা শাড়ি ব্লাউস পাঠালো, সেই তখন থেকে এটা আমার কাছে, এইবারে ভাবলাম সঙ্গে নিয়ে যাই, কলকাতা ফিরে ওকে দিয়ে দেবো। ভাগ্যিস স্যুটকেসে পুরেছিলাম, কে জানতো মন্দিরে পরে যেতে লাগবে। নাহলে ভাবুন, ওই টিশার্ট জিন্স পরে গেলে, মা ওপর থেকে এসে দু ঘা দিতো। ওহ, মহাকাল দর্শন হয়ে গেলে, আমার ৩টে হয়ে যাবে, আর ৯টা বাকি। বোনের ২টো। i am ahead. ও মায়ের মতন দেখতে তে ফার্স্ট, আমি জ্যোতির্লিঙ্গ দর্শনে। কিছু তে একটা ফার্ষ্ট তো হতে হবে নাকি? আর মাথায় অনেক পাকাচুল হয়েছে জানি। এই নিয়ে কমেন্ট করে নিজের সময় নষ্ট করবেন না। আপাতত রং মাখব না। ওঁ নমঃ শিবায় হর হর মহাদেব।

এ থেকেই বোঝা যায়, কাজের মাঝে ভিন রাজ্যের মাটিতেও স্বস্তিকা নিজের জন্য সময় বের করতে ভোলেন না। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সঙ্গে মায়ের স্মৃতিচারণাও করেছেন অভিনেত্রী। এবং যা বলেছেন তাতেই স্পষ্ট, মায়ের কাছে বেশ শাসনে থাকতেন তিনি। শুধু তাই নয়, কীভাবে যেন স্বস্তিকার মনটা পড়ে ফেলেছিল সোশ্যাল মিডিয়াও। আর তাই তাঁর টাইমলাইনে অদ্ভূতভাবে ওই একই সময়ে উঠে এসেছে তাঁর বহু পুরনো একটি মহালয়ার ভিডিও। সে প্রসঙ্গে স্বস্তিকা লিখেছেন, ‘বাহ। মহাকাল আর হরসিদ্ধি মন্দির নিয়ে কথা হচ্ছিল, মায়ের কনুই পরেছিল এই পীঠে, আর মা দূর্গার মহালয়ার ভিডিও টা চলে এল। একেই বলে টাইমিং’।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অবৈধ অভিবাসনের দায়ে ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের May 19, 2025
হাতের আঙ্গুলে চুটকি বাজিয়ে খালি গলায় মেকআপ সুন্দরী গান May 19, 2025
img
জাতীয় ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ May 19, 2025
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত? May 19, 2025
তিন ফরম্যাটের ব্যাটার হতে চায়: মাহিদুল ইসলাম অঙ্কন! May 19, 2025
বাণিজ্য উত্তেজনা প্রশমিত, চীন থেকে টেসলার যন্ত্রাংশ আমদানি May 19, 2025
সীসা থেকে স্বর্ণ, সম্ভব করলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা! May 19, 2025
১৫টি আমের ‘শিপমেন্ট বা'তি'ল করেছে মার্কিন প্রশাসন May 19, 2025
ভিসা ছাড়াই চীনে ভ্রমণের সুযোগ! May 19, 2025
বাংলাদেশের বর্তমান অবস্থাকে যেভাবে ব্যাখ্যা করলেন রুমিন ফারহানা May 19, 2025
ভারতীয় পণ্য বর্জনের আহবান আমজনতার দল May 19, 2025
ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ May 19, 2025
সাইবার হামলার আশঙ্কা বাড়াচ্ছে এআই প্রযুক্তি May 19, 2025
দীপু মনি, সালমান এফ রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো May 19, 2025
"আমরা নিজেরাও বিপদে!" - নুসরাত ফারিয়ার গ্রে ফ তার নিয়ে মন্তব্য ফজলুর রহমান বাবুর May 19, 2025
img
দেশে রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার May 19, 2025
img
সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য : ইশরাক May 19, 2025
img
হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের বিশেষ নির্দেশনা May 19, 2025
img
‘ভাগ্যের কাছে হেরেছি’, সাফ ফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক May 19, 2025
img
৪৩ বছর যাবৎ হজ করছেন যে বাংলাদেশি আলেম May 19, 2025