রাজধানীর মাটিকাটা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সোমবার রাত ২টা থেকে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাসানটেক ক্যাম্প থেকে পরিচালিত বিশেষ অভিযানে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলভার ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই তথ্য মঙ্গলবার আইএসপিআর জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাসানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পলায়ন করতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর টহলের কাছে গ্রেফতার হয়।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
আইএসপিআর আরো জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
আরএ