আজ বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া ও ফুলগাজী কালিকাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ ৬ পরিবারের ২৭ জন সদস্যকে পুশব্যাক করে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এ সময় জোসপুর ও খাজুরিয়া বিওপির টহলরত সদস্যরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন মহিলা ও ১৪ শিশু রয়েছে।