অম্লমধুর সময়ের মাঝদিয়ে গেছেন সাকিব আল হাসান। বাংলাদেশে মামলা খেয়েছেন, বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছেন এবং আবারও ক্রিকেটে ফিরেছেন। মাসকয়েক আগে মিরপুরে টেস্ট খেলতে চেয়েছিলেন, নানা কারণে সেটি হয়নি। দেশে ফেরাও এখন কিছুটা কঠিন। এমন পরিস্থিতিতে জাতীয় দলের বদলে টাইগার অলরাউন্ডারের চোখ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানোতে।
ক্রিকেটে প্রত্যাবর্তন এবং পিএসএল নিয়ে সাকিব লম্বা সময় কথা বলেছেন পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এর সঙ্গে। টাইগার অলরাউন্ডার সেখানে আসন্ন পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। নিজের ফেরার এবং ভবিষৎ চিন্তার কথা শুনিয়েছেন। অনেকদিন পর খেলা একটু আলাদা, তবে আমার জন্য ভালোই হয়েছে। লাহোর কালান্দার্সের পরের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে।
গণমাধ্যমটিকে সাকিব বলেছেন, ‘লম্বা সময় পর ক্রিকেটে ফিরলে খুশি তো লাগবেই। তবে উত্তেজনার পাশাপাশি দেখতে হবে শরীর কীভাবে সাড়া দিচ্ছে। অনেকদিন পর খেলা একটু আলাদা, তবে আমার জন্য ভালোই হয়েছে। লাহোর কালান্দার্সের পরের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে।’
সাকিবের ফেরাটা সাকিবীয় রূপে না হলেও তেমন খারাপ হয়নি। পিএসএলে লাহোরের হয়ে প্রথম ম্যাচে নিষ্প্রাণ থাকলেও পরের ম্যাচে এসেই উইকেট তুলে নিয়েছেন। তার দলও পেয়েছে আরেক ধাপ ওপরের টিকিট। আজ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে জিতলে ফাইনালের টিকিটও পেয়ে যাবে সাকিবের দল। সেখানেই আপাতত সম্পূর্ণ মনোযোগ টাইগার ক্রিকেট অলরাউন্ডারের।
নানা অসঙ্গতি আর বাস্তবতা বোঝেন সাকিব, ঠিক সেই কারণেই হয়ত দেশের ক্রিকেটে ফেরার বদলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী হওয়ার কথা ভাবছেন। এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘পিএসএলের মতো অন্য সব লিগেও খেলতে চাই। আগামী চার-পাঁচ মাসে কি হবে, জানিনা। আমরা কয়েকটি চুক্তি আছে। অবশ্যই আমি লিগগুলোতে খেলব।’
জাতীয় দলে ফেরার চিন্তা না থাকলেও দলের খোঁজখবর রাখছেন সাকিব। দুবাই থেকে বাংলাদেশ যাবে পাকিস্তানে। সেখানে ৩ ম্যাচের একটি সিরিজ খেলবে। সাকিব আশা করছেন ওই সিরিজে তরুণ কিছু ক্রিকেটার নিজেদের প্রমাণ করবেন, ‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভালো একটি সিরিজ হবে। উভয় দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে এবং আশা করি তারা এখানে সেরা পারফরম্যান্স করতে প্রবল আগ্রহী।’
পিএসএলে সাকিবের লাহোর আজ রাত ৯টায় লড়বে ইসলামাবাদের বিপক্ষে। টাইগার অলরাউন্ডার সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে, কানপুরে ভারতের বিপক্ষে ওই টেস্টের পর এখনও ব্রাত্য সাকিব।
আরআর/টিএ