চলতি বছর শুরুর দিক থেকেই বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে ভারতের কুখ্যাত বিষ্ণোই গ্যাং। ফলে দিন দিন বেড়েই চলেছে নিরাপত্তা ঝুঁকি। এ অবস্থায় তার মুম্বাইয়ের বাসস্থান ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে পুলিশ প্রশাসন।
সম্প্রতি দু’দিনে দুইজন অনাহূত ব্যক্তি সালমান খানের বাংলোয় প্রবেশের চেষ্টা করে। প্রথম ঘটনাটি ঘটে সোমবার, যখন এক নারী ভক্ত নামভর্তি পরিচয়পত্র ছাড়াই গ্যালাক্সিতে ঢুকে পড়েন। পরদিন মঙ্গলবার, আরেক ব্যক্তি একই কায়দায় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেন। পরে বান্দ্রা থানা পুলিশ উভয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
এ ঘটনার পরই মুম্বাই পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে হলে অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে। বলিউড তারকারাও এই নিয়মের বাইরে নন।
পুলিশ সূত্র জানায়, সালমান খান যেভাবে বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন, তাতে সাধারণ নিরাপত্তা যথেষ্ট নয়। তাই নতুন নিয়মে কেউ গ্যালাক্সিতে প্রবেশ করতে চাইলে প্রথমে তার পরিচয় যাচাই করা হবে। সেই সঙ্গে সালমান খানের পরিবারের সম্মতি ছাড়া কাউকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সালমান খানের বাংলোয় গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে বিষ্ণোই গ্যাং। সেই ঘটনার পর থেকেই বাড়িটির বারান্দা বুলেটপ্রুফ কাচে ঢেকে ফেলা হয় এবং সার্বক্ষণিক পুলিশের নজরদারি রাখা হয়। এরপরও নিরাপত্তা বলয় ভেঙে অনাহূতদের প্রবেশ নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের প্রস্তুতি নিয়ে।
বর্তমানে সালমান খানের চলাফেরা কেবল তার বাড়ি ও শুটিং সেট পর্যন্ত সীমাবদ্ধ। তার নিরাপত্তা বলয় এতটাই কড়া যে, দৈনন্দিন জীবনযাপনেও কঠোর নিয়ন্ত্রণ মেনে চলতে হচ্ছে তাকে।
বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা প্রমাণ করে হুমকির বাস্তবতা কতটা তীব্র, এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সচেষ্ট হওয়া জরুরি।
আরএ/টিএ