ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক লাশবাহী অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের উপর হামলা চালিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নারীদেরসহ অন্তত ৯ জন আহত হয়েছেন এ ঘটনায়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায়। তবে, এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি বা কাউকে আটকও করা হয়নি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকার মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃহস্পতিবার রাতে। মরদেহ রাতেই অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে আনা হচ্ছিল।
পথে তিলপাড়া এলাকায় আগে থেকেই ওঁত পেতে থাকা ডাকাতরা রাস্তার উপর গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতি রোধ করে। এরপর তারা গাড়িটি ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। ডাকাতরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও প্রায় লক্ষাধিক টাকা লুট করে নেয়। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো—তারা মরদেহেও আঘাত করে।
আলমগীর মিয়া নামে এক স্বজন বলেন, "টাকা আর মোবাইল নিয়েছে—তা সহ্য করা যেত। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপরও হামলা চালিয়েছে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।"
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, “যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে, সেটি অপরাধপ্রবণ এলাকা। অনেক দিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
টিকে/টিএ