১২ মিনিটে কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেল দুর্বৃত্তরা

মাত্র ১২ মিনিটের অপারেশেনে দুর্বৃত্তরা একটি সোনার দোকানের শোরুম থেকে কোটি টাকার স্বর্ণ ও রুপাসহ লোহার সিন্দুক তুলে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। বাজারের দুই নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, কুষ্টিয়ার খোকসা পৌর বাজারের প্রধান সড়কে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টায় প্রাইভেট কারে আসা একদল দুর্বৃত্ত একটি জুয়েলার্সের শোরুমে হানা দেয়। মাত্র ১২ মিনিট দশ সেকেন্ড অপারেশন চালিয়ে দুর্বৃত্ত্বরা প্রতিষ্ঠানটির স্বর্ণ ও রুপা রাখার লোহার প্রধান সিন্দুকটি লুটে নিয়ে যায়। শুক্রবার দুপুরে ব্যবসায়ী মাসুম বিল্লা শো-রুম খুলতে এসে দোকানের একটি সাটারের সবকটি তালা খোলা অবস্থায় দেখতে পান।

দোকান খুলে তিনি দেখেন দুর্বৃত্ত্বরা তার স্বর্ণ ও রুপা রাখার লোহার সিন্দুকটি তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি থানা পুলিশ ও জুয়েলার্স মালিক সমিতিকে জানিয়েছেন।

এ ঘটনা জানাজানি হওয়ার পর শুক্রবার সন্ধ্যার দিকে বাজারের দুই নৈশ প্রহরীকে থানা হেফাজতে নিতে দেখা যায়। পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা সরেজমিন গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সাথে দেখা করে শান্তনা দিয়েছেন।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মাসুম বিল্লা জানান, প্রতি শুক্রবার দুপুরের পর তিনি দোকান খোলেন। আজ একই সময়ে দোকান খুলতে এসে দেখেন তার একটি সাটারের সবকটি তালা খোলা। দোকানের ভিতরে ঢুকে দেখেন তার প্রায় ৪ মন ওজনের লোহার প্রধান সিন্দুকটি দুর্বৃত্ত্বরা তুলে নিয়ে গেছে।

আগের রাতে সাড়ে ৯ টার দিকে তিনি দোকান বন্ধ করেন।

তিনি দাবি করেন, লোহার সিন্দুকটিতে বিভিন্ন কাস্টুমারের (খরিদ্দারের) প্রায় ৪৫/৫০ ভরি স্বর্ণ, প্রায় ৩০০ গ্রাম রুপা, ৩০ হাজার নগদ টাকা রাখা ছিলো। তিনি জানান ক্ষয় ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে।

বাজারের ব্যবসায়ীদের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ৪টা ত্রিশ মিনিটের সময় সিলভার কালারের একটি প্রেইভেটকার স্কুল মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সের শো রুমের সামনে পাকিং করা হয়। এ সময় সাটার খোলার শব্দ হয়। মসজিদে ফজরের আজান হচ্ছিল।

পথচারীরা স্বাভাবিক চলাফেরা শুরু করছিল। ঠিক ১২ মিনিট পর প্রাইভেট কারটি যে দিক থেকে এসেছিল সেই দিকে ফিরে যায়। এ থেকে ধারণা করা হচ্ছে প্রাইভেট কারে আসা দুর্বৃত্তরাই শো রুমটিতে হানা দিয়েছে।

স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ কুমার রায় বলেন, থানা থেকে সামান্য দূরে স্বর্ণের দোকান থেকে দুর্বৃত্বরা সিন্দুক লুটে নিয়ে যাওয়ার পর সাধারণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অপরাধিদের আটক ও লুটে নেওয়া মালামাল ফেরতের দাবি করেন।

সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত খোকসা থানার এএসআই দিবাকর জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তিনি নৈশ প্রহরীদের নিয়ে যাচ্ছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নৈশ প্রহরীদের থানায় আসার কথা আছে বলেও জানান তিনি।

আরএম


Share this news on:

সর্বশেষ

img
পিএসএলে ফিরেই বাজিমাত সাকিবের May 24, 2025
img
উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের সিদ্ধান্ত দুদকের May 24, 2025
img
সিগন্যাল দিলেই সবাই দেশে ঢুকে যাব: ইলিয়াস May 24, 2025
img
জার্মানিতে একাই হামলা চালিয়ে আহত ১৮, নারী গ্রেফতার May 24, 2025
img
দেশে চলমান সংকট সমাধানের উপায় জানালেন মঈন খান May 24, 2025
img
হুমকি দিয়ে কোনও বাণিজ্য চুক্তি নয়, যুক্তরাষ্ট্রকে ইইউ May 24, 2025
নদী নাকি সড়ক? বুঝার উপায় নেই! May 24, 2025
এক-এগারোর বন্দোবস্ত করার পাঁ'য়তারা চলছে, অ'ভি'যো'গ নাহিদ ইসলামের May 24, 2025
img
সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র May 24, 2025
দুদুর কথা নিয়ে তোলপাড়, ইনকিলাব মঞ্চে হাদির প্র'তিবাদ May 24, 2025
NEWS UPDATE May 24, 2025
NEWS UPDATE May 24, 2025
img
ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বাড়তি ফেরি-লঞ্চ May 24, 2025
যুক্তরাজ্যের 'দ্য টেলিগ্রাফর মালিকানা এবার যুক্তরাষ্ট্রের হাতে May 24, 2025
কেন বলিউড ছাড়লেন সুনীল কন্যা আথিয়া? May 24, 2025
সৌম্যকে মুক্তি দিয়ে যে রেকর্ড করতে চাননি সাকিব! May 24, 2025
img
টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২ May 24, 2025
img
গান-নাচে মোহামেডানের শিরোপা উদযাপন May 24, 2025
img
একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা May 24, 2025
img
প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত : নুর May 24, 2025