ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি প্রতি মৌসুমে আয় করেন ২০.৪ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪০ কোটি টাকা! অর্থাৎ, প্রতি সপ্তাহে তার আয় প্রায় ৩ কোটি টাকা!"ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি, যিনি ইউরোপীয় ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিয়েছেন।
এমএলএসের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় মেসির আয় আকাশচুম্বী। দ্বিতীয় স্থানে থাকা লরেঞ্জো ইনসিগনে আয় করেন ১৫.৪ মিলিয়ন ডলার, যা মেসির থেকে অনেক কম।
মেসির আয় শুধুমাত্র বেতনের মধ্যেই সীমাবদ্ধ নয়। অ্যাডিডাস ও অ্যাপলের সাথে তার স্পন্সরশিপ চুক্তি থেকে তিনি অতিরিক্ত আয় করছেন। এছাড়া, অবসরের পর ইন্টার মিয়ামির শেয়ার মালিক হওয়ার সুযোগও রয়েছে তার।
ইন্টার মিয়ামি প্রতি মৌসুমে খেলোয়াড়দের বেতন বাবদ খরচ করে ৪১.৬৮ মিলিয়ন ডলার, যা MLS-এর অন্য কোনো ক্লাবের তুলনায় সবচেয়ে বেশি।
মেসির এই আর্থিক সাফল্য শুধু তার ফুটবল দক্ষতারই প্রমাণ নয়, বরং তার বাণিজ্যিক বুদ্ধিমত্তারও সাক্ষ্য।ফুটবল মাঠে মেসির জাদু যেমন, মাঠের বাইরে তার বুদ্ধিমত্তাও তেমনই চমকপ্রদ।
এসএন