নোয়াখালীতে পুকুরে মিলল ১০ কেজির কোরাল, বিক্রি হলো ৭ হাজার টাকায়
মোজো ডেস্ক 12:43PM, May 24, 2025
নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শল্যা গ্রামে জাভেদ আলমের পুকুর থেকে ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি শনিবার (২৪ মে) সকালে জাল দিয়ে ধরা হয়। স্থানীয়রা মাছটি দেখতে ভিড় করেন। পরে ৭০০ টাকা প্রতি কেজি দরে মাছটি ৭ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
জাভেদ আলম তার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন বলে জানা গেছে।
জাভেদ আলম গণমাধ্যমকে বলেন, আমি পুকুরে মাছ চাষ করি এবং পাশাপাশি পুকুরের চারপাশে সবজি করি। আজ জাল দিয়ে মাছ ধরতে গেলে বিশাল একটি কোরাল পাই। পরে তা কেজি হিসেবে বিক্রি করি। তবে আমি পুকুরে কোরাল চাষ করি নাই কিংবা কোনো পোনাও ফেলি নাই। অন্যান্য মাছের রেনু বা পোনার সাথে সম্ভবত এটি পুকুরে ঢুকেছে এবং বড় হয়েছে। সুলভ মূল্যে মাছটি কিনতে পেরে ক্রেতারা যেমন খুশি, তেমনি আমিও মাছ পেয়ে খুশি।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল গণমাধ্যমকে বলেন, খবর পেয়েছি জাভেদ আলম তার পুকুরে বিশাল একটি কোরাল পেয়েছে। নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এবং উপকূলীয় অঞ্চলে পুকুর ও ঘেরে কোরাল চাষির সংখ্যা বাড়ছে। কেউ কেউ কার্প জাতীয় মাছের সঙ্গেই এই মাছের চাষ শুরু করেছেন। এতে আর্থিকভাবে তারা লাভবানও হচ্ছেন।