সোমবারের মধ্যে কমিশন ও বুধবারের মধ্যে তফসিল চেয়ে বাগছাসের বিক্ষোভ

চলতি মাসের আগামী সোমবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) নির্বাচন কমিশন গঠন করে বুধবারের মধ্যে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ( বাগছাস)। এসময় ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়।

শনিবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতাকর্মীরা মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন, হলপাড়া প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করে।

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ডাকসু নির্বাচনসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সোমবারে মধ্যে ডাকসুর নির্বাচন কমিশন গঠন এবং বুধবারের মধ্যে তফসিল ঘোষণার আল্টিমেটাম দেন।

এসময় তারা ‘এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার, আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই, সাম্য ভাই কবরে, খুনি কেনো বাহিরে, উই ওয়ান্ট উই ওয়ান্ট, ডাকসু ডাকসু’সহ বিভিন্ন স্লোগান দেন।
ভিসি-প্রক্টরের উদ্দেশ্য তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা নির্বাচন হতে পারে কিন্তু ডাকসু নির্বাচন হতে পারে না। যদি আপনারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচন না দিতে পারেন তাহলে আপনারা ওই আসনের যোগ্য না।

এসময় আব্দুল কাদের বাগছাসের তিন দফা দাবি তুলে ধরেন—
১. সাম্য হত্যার বিচার নিশ্চিত করা।
২. ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা।
৩. দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়া।

বিক্ষোভ সমাবেশে বাগছাসের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাস্সির বলেন, একটি শ্রেণি ডাকসু পেছাতে চায়। সাম্য হত্যাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের যে নির্লিপ্ততা তা পুঁজি করে একটি শ্রেণি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর দায় দিয়ে ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন পুরোপুরি সক্ষম হয়নি। এটি তাদের ব্যর্থতা। তবে যে ব্যর্থতার দায় ভিসি-প্রক্টরের নয়, তা ভিসি প্রক্টরের ওপর দিয়ে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়ে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আমরা তার নিন্দা জানাই।

এসময় তিনি দাবি করেন, এই পরিস্থিতি সম্পূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে তা পিছিয়ে দেওয়ার জন্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডাকসু নিয়ে আলোচনার জন্য তাদেরকে প্রতিনিধিদল পাঠাতে বললেও বাগছাস নেতারা প্রথমে এর বিরোধিতা করে তারা প্রশাসনের কাছে যাবে না জানিয়ে প্রশাসনকে বিক্ষোভস্থলে আসতে বলেন। কিন্তু পরবর্তীতে ৫ সদস্যের একটি প্রতিদিন দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে। প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত (বিকেল ৪ টা) তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পতাকা বৈঠকের একদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ Dec 13, 2025
img
রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Dec 13, 2025
img
১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তের Dec 13, 2025
img
বিশ্বকাপ টিকিটের আকাশছোঁয়া দামের পরও আবেদন ৫০ লক্ষ Dec 13, 2025
img
নো মেকআপ লুকে জয়া আহসান! Dec 13, 2025
img
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে : জামায়াত আমির Dec 13, 2025
img
আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই, হাদির অবস্থা প্রসঙ্গে বিশেষ সহকারী Dec 13, 2025
img
সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মামলা রেডিটের Dec 13, 2025
img
১৩ ডিসেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Dec 13, 2025
img
টানা ৩ দিন ধরে তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ Dec 13, 2025
img
ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী জাহাজে অভিযান মার্কিন বাহিনীর Dec 13, 2025
img
ঝগড়ার সময় যুক্তি দিয়ে বোঝানোর ভুল পথ: ভিকি কৌশল Dec 13, 2025
img
লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন Dec 13, 2025
img
'তুমিহীনা' সম্পূর্ণ আমার মতো একটি গান: নদী Dec 13, 2025
img
নির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়িকা পলি Dec 13, 2025
img
সংকটাপন্ন হাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Dec 13, 2025
img
ওসমান হাদিকে নিয়ে বিসিবির মন্তব্য Dec 13, 2025
img
তারকা সংগীতশিল্পী ক্যামরিন ম্যাগনেসের আকস্মিক মৃত্যু Dec 13, 2025
img
ট্রাম্পের বিরুদ্ধে মামলা ২০ মার্কিন অঙ্গরাজ্যে Dec 13, 2025
img
শেষ জীবনে ধর্মেন্দ্রর কাছে ঘেঁষতে দেওয়া হতো না হেমাকে Dec 13, 2025