ক্লে কোর্টের ‘নতুন রাজা’ তিনি। প্রস্তুতিটাও তাঁর হয়েছে দারুণ। মন্তে কার্লো মাস্টার্স ও রোমে শিরোপা উৎসব করে এসেছেন প্যারিসে। গগনচুম্বী আত্মবিশ্বাস সঙ্গী করে রোলাঁ গাঁরোর লাল দুর্গে দ্বিতীয় শিরোপার মিশনে নামছেন কার্লোস আলকারাজ।
বাইশ বছরের এই স্প্যানিয়ার্ড তরুণের শিরোপা ধরে রাখার স্বপ্নে অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে ইয়ানিক সিনারকে। এক বছরের বড় এই ইতালিয়ানকে ফাইনালে হারিয়ে কয়েক দিন আগে রোমে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন স্প্যানিয়ার্ড তারকা। তাতে আলকারাজ ও সিনারকে ফাইনালেও দেখে ফেলছেন অনেকে!
সর্বশেষ পাঁচটি গ্র্যান্ড স্লাম ভাগাভাগি করে নিয়েছেন সময়ের সেরা এই দুই তারকা। গত বছর ফ্রেঞ্চ ওপেনের পাশাপাশি বিজয়োল্লাস করেছিলেন তিনি উইম্বলডনের সবুজ গালিচাতে।
অন্যদিকে সিনার টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার মাঝে বিজয়কেতন উড়িয়েছিলেন ইউএস ওপেনে। প্যারিসে উৎসব করবেন কে, আলকারাজ না সিনার, না অভিজ্ঞতার ঝাণ্ডা উড়িয়ে নতুন ইতিহাস গড়বেন নোভাক জোকোভিচ? রোলাঁ গাঁরোয় এবার জিতলে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লামের কীর্তি গড়বেন সার্বিয়ান তারকা। আগে কুড়িবার অংশ নিয়ে অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে সেমিফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সিনার।
ড্রয়ে অন্য অর্ধে থাকায় আলকারাজের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই ফাইনালের আগে। কিন্তু এতটা দূরের স্বপ্ন কি এই মুহূর্তে দেখতে পারছেন ৩৮ বছর বয়সী জোকোভিচ!
মেয়েদের এককে টানা সর্বশেষ তিনবার শিরোপা জিতেছেন চারবারের চ্যাম্পিয়ন ইগা শিয়াতেক। প্যারিসে শিরোপাসংখ্যা পাঁচে উন্নীত করতে হলে নিজের হারানো ছন্দ খুঁজে পেতে হবে এই পোলিশ তারকাকে।
সূত্র: এএফপি
আরআর