স্বপ্নের মৌসুম কাটাচ্ছে পিএসজি। লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে আগেই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও জায়গা করে নিয়েছে। এবার ফ্রেঞ্চ কাপের শিরোপা ঘরে তুলে ঘরোয়া ডাবল নিশ্চিত করল লুইস এনরিকের শিষ্যরা। ট্রেবল থেকে মাত্র এক ধাপ দূরে পিএসজি।
শনিবার (২৪ মে) ফেঞ্চ কাপের ফাইনালে রিমসকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জোড়া গোল করেছেন ব্র্যাডলি বারকোলা। বাকি গোলটি করেন আশরাফ হাকিমি।
এটি পিএসজির টানা দ্বিতীয় ফ্রেঞ্চ কাপের শিরোপা। সব মিলিয়ে রেকর্ড ১৫বার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলেছে প্যারিসিয়ানরা।
স্তাদে দে ফ্রান্সে পিএসজির সামনে পাত্তাই পায়নি রিমস। ৭৭ শতাংশ বল পজেশন আর গোল লক্ষ্য করে নেয়া ২০টি শটই ম্যাচের গল্প বলে দিচ্ছে।
পিএসজি ৮টি শট লক্ষ্যে রাখতে পারলেও মাত্র ৪টি শট নিয়ে ১টি শট লক্ষ্যে রাখতে পেরেছে রিমস।
ম্যাচের ১৬ মিনিটের মাথায় বারকোলা পিএসজিকে এগিয়ে দেন। ৩ মিনিট পরই দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন এই ২২ বছর বয়সী ফরোয়ার্ড। প্রতিযোগিতায় মোট ৪টি গোল করেছেন বারকোলা। সব মিলিয়ে এই মৌসুমে ৫৭ ম্যাচে ২১ গোল ও ১৮টি অ্যাসিস্ট করলেন এই ফরাসি।
বারকোলার দুটি গোলই এদিন এসেছে ডিজায়ার দৌয়ের পাস থেকে।
প্রথমার্ধের ২ মিনিট বাকি থাকতে পিএসজি তৃতীয় গোলের দেখা পায়। বারকোলার পাস থেকে গোল করেন হাকিমি।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঝিমিয়ে পড়ে পিএসজি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু রিমসের গোলরক্ষক মাতভেই সাফোনভের বীরত্বে ব্যবধান আর বাড়াতে পারেনি পিএসজি।
ফ্রেঞ্চ কাপ জয়ের পর ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে পিএসজি। আগামী শনিবার (৩১ মে) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই ট্রেবল নিশ্চিত হবে তাদের।
আরএম/এসএন