ঢাকার দোহারের মৈনটে পদ্মায় মাছ শিকারের সময় বজ্রপাতের আঘাতে গাজী মোল্লা (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। এসময় গাজীর সঙ্গে থাকা আরেক জেলে আয়ুব আলী সুস্থ আছে বলে জানা যায়।
মৈনটঘাটের মাছ আড়তদার ঝিলুর রহমান জানান, হঠাৎ দুপুর ১২টার দিকে খবর আসে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে পানিতে পড়ে জেলে গাজী মোল্লা নিখোঁজ হয়েছে।
তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের সহায়তায় আমরা পদ্মা নদীতে ঘটনাস্থলে পৌঁছাই। বজ্রপাতে নৌকার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পরে দোহার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল এসে এখনো উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইয়ুব জানায়, মাছ ধরার সময় দুই জেলে গাজী মোল্লা ও আয়ুব নৌকার দুই প্রান্তে বসা ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
হঠাৎ গাজীর প্রান্তে বিকট শব্দে বজ্রপাত আঘাত করলে গাজী পানিতে পরে গেলে তাকে আর পাওয়া যায়নি।
নিখোঁজ জেলে গাজী ও আয়ুব সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে দোহারের পদ্মা নদীতে মাছ শিকার করে মৈনট আড়তে বিক্রি করে।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
তারা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে উদ্ধারে কাজে করে যাচ্ছে। তবে এখনো কোনো সন্ধান মিলেনি।
এদিকে সারাদিন দোহার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল উদ্ধার চেষ্টা চালায়। সন্ধ্যা নেমে আসায় নিখোঁজ ব্যক্তির সন্ধান না পেয়ে দিনের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। সোমবার সকাল থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় ডুবুরি দল।
এসএম