৪ মাস পর উদ্ধার হলো পরিবহন ব্যবসায়ীর মরদেহ

চার মাস আগে গত ১৭ জানুয়ারি নিখোঁজ হন পরিবহন ব্যবসায়ী আনারুল হোসেন শিকদার। এ ঘটনার পরদিনই ঢাকার তুরাগ থানায় জিডি করেন পরিবারের সদস্যরা। এর পর তদন্তে নামে পুলিশ। এতে জানা যায়, হত্যার পর আনারুলের মরদেহ পুঁতে রাখা হয় তুরাগের বাস ডিপোতে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বাসের চালক ও নিরাপত্তাকর্মী এ নির্মম হত্যাকাণ্ড ঘটায়।

দীর্ঘ চার মাস তদন্তের পর সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করেন তারা।

রোববার (২৫ মে) পরে তাদের দেখানো স্থান থেকে আনারুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন সবুজ, শাকিল ও কালাম। তিনজনই রাইদা পরিবহনের বাসচালক। গত শনিবার রাতে সবুজকে প্রথমে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যে শাকিল ও কালামকে গ্রেফতার করা হয়।

বর্তমানে মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই দেলোয়ার শিকদার তুরাগ থানায় হত্যা মামলা করেছেন।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, মালিককে হত্যা করার পরও আসামিরা স্বাভাবিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে আসছিল।

পালিয়ে না যাওয়ায় তাদের সন্দেহের তালিকায় আনা হয়নি। তবে গত কয়েক দিন সবুজের কথাবার্তা ও আচরণে সন্দেহ হয় তদন্ত-সংশ্লিষ্টদের। এক পর্যায়ে সবুজসহ তিনজনই পালিয়ে যায়। এর পর শনিবার রাতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে হত্যারহস্যের জট খোলে।

নিহতের ভাতিজা তানভির শিকদার  জানান, নিখোঁজের পর থেকে আমাদের সন্দেহ হয় ডিপো নিয়ে। একাধিকবার নিরাপত্তাকর্মী আসাদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সে জানায়, ঘটনার দিন সকালে তার কাছ থেকে কিস্তির ৩১ হাজার টাকা নিয়ে বেরিয়ে যান চাচা। এর বাইরে সে আর কিছু জানে না। সম্প্রতি আসাদুল্লাহও পালিয়ে গেছে।

তানভির শিকদার বলেন, ঘটনার কয়েক দিন আগে চাচা আমাকে জানান, সবুজের কাছে আট লাখ টাকা ও ডিপোর নিরাপত্তাকর্মী আসাদুল্লাহর কাছে বাস বিক্রির ১৮ লাখ টাকা নিয়ে ঝামেলা হচ্ছে। তারা ঠিকমতো কিস্তি দিতে পারছে না। এ নিয়েই আসাদুল্লাহ ও সবুজ পরিকল্পিতভাবে চাচাকে হত্যা করেছে। পরিকল্পনার অংশ হিসেবে আসাদুল্লাহ তার গ্রামের বাড়ি রংপুর থেকে কয়েকজন নিয়ে আসে।

তানভির বলেন, ১৮ জানুয়ারি কিস্তি দেওয়ার কথা ছিল। তবে আগের রাতে ফোন করে চাচাকে কিস্তি নিতে ডিপোতে ডাকা হয়। সেখানে গেলে তাদের সঙ্গে চাচার বচসা হয়। পরে চাচা নির্ধারিত সময়ে টাকা দিতে না পারলে গাড়ি নিয়ে নেবেন এবং টাকাও ফেরত দেবেন না বলে জানান। এর পরই তাঁকে খুন করে ডিপোতে পুঁতে রাখে আসামিরা।

জানা যায়, আনারুল শিকদারের গ্রামের বাড়ি বরিশাল সদরে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তিনি ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে দীর্ঘদিন বসবাস করতেন। সম্প্রতি পাওনাদার থেকে টাকা সংগ্রহ করে আবদুল্লাহপুরে নিজের জমিতে বাড়ি করার প্রস্তুতি নিচ্ছিলেন। উত্তরা ৭ নম্বর সেক্টরে প্রাইভেটকারের শোরুম ছিল আনারুলের। তবে ছয় বছর আগে ছেলে শিমুল হোসেন শিকদার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ভুয়া কাগজপত্র তৈরি করে শোরুমটি দখল করে নেয় ব্যবসায়িক পার্টনার। শোরুম থেকে কিছু গাড়ি উদ্ধার করে সেগুলো ভাড়া ও কিস্তিতে বিক্রি করে চলছিলেন আনারুল। এক পর্যায়ে তিনি তুরাগ দিয়াবাড়ী এলাকায় বাসের ডিপো দেন। সেখানে শুরুতে কিছু গাড়ি ভাড়ায় রাখতেন। পরে নিজেই কয়েকটি গাড়ি কিনে রাইদা কোম্পানিকে ভাড়া দিয়েছিলেন।

তুরাগ থানার এসআই মামুনুর রশিদ জানান, রোববার বিকেলে ব্যবসায়ী আনারুলের লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব Jan 19, 2026
img
এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর Jan 19, 2026
img
সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা Jan 19, 2026
img
আপনার সরকার আপনি ঠিক করবেন: আসিফ নজরুল Jan 19, 2026
img
আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোচালকরা, স্বাভাবিক যান চলাচল Jan 19, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ Jan 19, 2026
রোজার মাসের শ্রেষ্ঠ ইবাদত Jan 19, 2026
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯ জন Jan 19, 2026
img
ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ প্রেস সচিবের Jan 19, 2026
img
সব দলই সমান, কোনো চাপে নেই কমিশন : ইসি আনোয়ারুল Jan 19, 2026
img
লিবিয়ায় ভূগর্ভস্থ ‘গোপন কারাগার’ থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার Jan 19, 2026
img
জাতিসত্তা রক্ষার স্বার্থে গুমের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: চিফ প্রসিকিউটর Jan 19, 2026
img
তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই ‘রহস্যময়’ খামে কিছুই ছিল না: পুলিশ Jan 19, 2026
img
আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা Jan 19, 2026
img
আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: নাছির Jan 19, 2026
img
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী Jan 19, 2026
img
রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিতকে চার দশক পর দেখা যাবে এক সিনেমায়! Jan 19, 2026
img
শাকসু নির্বাচন স্থগিত Jan 19, 2026
img
নেপালের বিপক্ষে জয় পেয়েছেন সাবিনারা Jan 19, 2026
img

প্রেস উইং

২০২৫ সালে ৭১ ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ Jan 19, 2026