পুলিশের অভিযানে সারা দেশে গত শনিবার আরো এক হাজার ৭৬৩ জনকে করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছেন।
গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গ্রেফতারদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত ৯৪১ জন আসামি রয়েছেন। এর বাইরে অন্যান্য কারণে ৮২২ জনকে গ্রেফতার করা হয়।
চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইনামুল হক সাগর বলেন, অভিযানের সময় রাজধানীর বাইরের বিভিন্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, গুলি ও কার্তুজ জব্দ করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে দেশি অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
এসএম