হজ ভিসার পরিবর্তে দর্শনার্থী বা ভিজিট ভিসায় যেসব যাত্রী হজ করতে আসবেন, তাদেরকে মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে পরিবহন পরিষেবা প্রদান নিষিদ্ধ করেছে সৌদি আরব।
সৌদির কোনো নাগরিক বা সেখানে বসবাসরত কোনো ব্যক্তি যদি এই নিষেধজ্ঞা অমান্য করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ১ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৪৭ হাজার টাকা) পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। সেই সঙ্গে ভিজিট ভিসাধারী হজযাত্রীদের পরিবহন পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত যানবাহনও জব্দ করবে সরকার।
সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ মে থেকে ১৩ জুন (আরবি ১ জিলহজ থেকে ১৩ জিলহজ) পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।
ভিজিট ভিসাধারী হজযাত্রী এবং তাদের যাতায়াত পরিষেবা দানকারীদের শনাক্ত করতে সাধারণ জনগণের সহযোগিতাও চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কারো কাছে যদি এমন কোনো তথ্য থাকে, তাহলে তারা যেন ৯১১ অথবা ৯৯৯ নম্বরে ডায়াল করে পুলিশকে এ ব্যাপারে অবহিত করেন।
হজ ইসলাম ধর্মের পঞ্চম ভিত্তি নামে পরিচিত। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জীবনে অন্তত একবার হজ করতে যাওয়া ফরজ।
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হজ করতে আসেন সৌদি আরবে। হজযাত্রীদের জন্য পৃথক ভিসারও ব্যবস্থা রেখেছে রিয়াদ, কিন্তু তারপরও প্রত্যেক বছর বেশ কিছু হজযাত্রী হজ ভিসার পরিবর্তে দর্শনার্থী ভিসায় হজ করার চেষ্টা করেন।
গত কয়েক বছর ধরে এই ধরনের হজযাত্রীদের প্রতি কঠোর নীতি অবলম্বন করছে রিয়াদ। সরকারের যুক্তি, হজ ভিসাধারী যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা নিশ্চিত করার জন্যই এই কঠোর নীতি অবলম্বন করা হচ্ছে।
সূত্র : গালফ নিউজ
আরআর/এসএন