ফের খবরের শিরোনামে উঠে এলেন জেনিফার লোপেজ। এবার এক পুরস্কার মঞ্চে চুমুকাণ্ডে সাড়া ফেলে দিয়েছেন এই পপ গায়িকা।খোলা চুল, স্বচ্ছ ঝকমকে জাম্প-স্যুটে সোমবার রাতে আমেরিকার এক পুরস্কারমঞ্চে গান গাইতে উঠেন লোপেজ। মঞ্চে তার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারই সহ-নৃত্যশিল্পীরা।
তাদেরই মধ্যে এক পুরুষ আর এক মহিলা নৃত্যশিল্পীকে ঠোঁটে চুমু খেয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি।শুরু থেকেই অনুষ্ঠানে উষ্ণতা ছড়িয়েছেন লোপেজ। দর্শকদের মনোরঞ্জন করতে কেন্ড্রিক লামারের ‘নট লাইক আস’, ব্যাড বানির ‘ন্যুয়েভায়োল’, বিলি আইলিশের ‘বার্ডস অফ আ ফেদার’, ডোইচির ‘ডেনিয়াল ইজ় আ রিভার’, শাবুজির ‘এ বার সং’, ব্রুনো মার্সের ‘এপিটি’ এবং ‘ব্ল্যাকপিঙ্ক রোজ’-এর মতো জনপ্রিয় গান শোনাতে থাকেন পপ গায়িকা। গানের সঙ্গে নৃত্য প্রদর্শন গায়িকার সঙ্গীত পরিবেশনের বিশেষত্ব।ফলে, তাকে ঘিরে ছিলেন সহ-নৃত্যশিল্পীরা।
আচমকাই গাইতে গাইতে লোপেজ ঠোঁট রাখেন এক পুরুষ নৃত্যশিল্পীর ঠোঁটে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চুম্বন তখনও শেষ হয়নি। তার মধ্যেই গায়িকাকে নিজের দিকে টেনে নেন এক নর্তকী! গায়িকা তাকেও নিরাশ করেননি।ঠোঁটে এঁকে দিয়েছেন গাঢ় চুম্বন।
নিমেষে দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকেন এর পর কী হয় দেখার জন্য। এর পর যদিও আর বিশেষ কিছুই ঘটেনি। লোপেজ তার অনুষ্ঠান শেষ করেন ‘নট লাইক আস’ এবং ‘টিভি অফ’-এর মতো গান দিয়ে।
পপ গায়িকার এমন উষ্ণ আচরণে গলেছে তামাম বিশ্ব। বিস্ময়ে হতবাক উপস্থিত দর্শক। লোপেজ অনুষ্ঠান শেষ করতেই মঞ্চে উঠে আসেন কৌতুকশিল্পী টিফানি হ্যাডিশ। তিনি রসিকতা করে বলেই ফেলেন, “আমার জন্য কাউকে তো অবশিষ্ট রাখো। তুমি একাই ‘সিঙ্গল’ নও!”
এমআর/টিএ