আমিনুল ইসলাম বুলবুল ভক্তরা নড়ে চড়ে বসতেই পারেন। হঠাৎ দেশে এসেছেন তাদের প্রিয় ক্রিকেট তারকা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
কেন হঠাৎ দেশে আসলেন সাবেক এ জনপ্রিয় ক্রিকেটার? তবে কি বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে তাকে নিয়ে গত সপ্তাহে যে জোর গুঞ্জন ছিল, সেটাই সত্যি হতে যাচ্ছে?
বুলবুল ঢাকায় পা রাখার পর থেকে ক্রিকেট অনুরাগীদের মধ্যে যারা জানেন, তাদের মধ্যে অন্যরকম প্রাণচাঞ্চল্য। মাঝে হঠাৎ কয়েদিন ‘হট কেক’ ছিল ক্রিকেট বাজারে। তাহলো, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে আসছেন এবং তাকে বিসিবি প্রধান করার চিন্তা-ভাবনাও চলছে।
ক’দিন বুলবুলের বিসিবি সভাপতি হওয়ার খবর নিয়ে বেশ হইচইও হয়েছে। যদিও সে খবরের কোন সত্যতা বা ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে নাকি অফার করা হয়েছে। এ খবরেরও সত্যতা বা ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
এদিকে আজ মঙ্গলবার হঠাৎই ঢাকায় এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। এমনিতে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেন তিনি। তার স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় সেটেল্ড। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক বিশ্ব ক্রিকেটের উন্নয়নে এদেশ-ওদেশে কাজ করেন। ক্রিকেট উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
বুলবুল আইসিসির ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে বাংলাদেশী মুদ্রায় ১২ লাখ টাকা বেতন পান। বিসিবি সভাপতি মূলতঃ একটি সম্মানসূচক পদ। দেশের ক্রিকেটের প্রধান। প্রচার ও প্রসার প্রচুর। আনুসাঙ্গিক সুযোগ-সুবিধাও আছে; কিন্তু ১২ লাখতো বহুদুরে, কোন নির্দিষ্ট বেতনই নেই বিসিবি সভাপতির জন্য।
এমন পরিস্থিতিতে আমিনুল ইসলাম বুলবুল আইসিসির গুরুত্বপূর্ণ পদ ছেড়ে বাংলাদেশের ক্রিকেটের প্রধান হবেন, তা বিশ্বাস করার মত যৌক্তিক কারণ খুঁজে পাওয়া কঠিন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবির সভাপতি হওয়া কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে বোর্ড প্রধান হওয়ার প্রস্তাব পেয়ে নয়, তার এবার দেশে ফেরার সাথে ক্রিকেটীয় কোন কার্যক্রমেরই সম্পর্কই নেই। তার ঘনিষ্ট সূত্র জানিয়েছে, ‘বুলবুল দেশে এসেছেন পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে। একটি জমি বেচা-কেনার জন্যই তাকে দেশে আসতে হয়েছে।’
আরআর/এসএন