আবারও দুই দিনের রিমান্ডে আনিসুল ও সালমান

ধানমন্ডিতে মো. রিয়াজ (২৩) নামে এক যুবক হত্যা মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং নুরু মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ৯ জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন।

গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য (এমপি) মনিরুল ইসলাম মনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসী।

এছাড়া সালমান এফ রহমানকে যাত্রাবাড়ি থানার একটি হত্যাচেষ্টা মামলায়, আনিসুল হককে একই থানার একটি হত্যা মামলায় ও আরেকটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

রিয়াজ হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া এবং সোহানুর রহমান আজাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার।

আদালত আসামিদের গ্রেফতার দেখানোর বিষয়ে এবং রিমান্ড শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আদালত প্রথমে আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর চার আসামির রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। তবে তারা শুনানি করেননি। পরে আদালত সোহানুর রহমান আজাদ বাদে অপর তিন আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

সোহানুর রহমান আজাদের রিমান্ডের বিষয়ে আদালত পরে আদেশ দিবেন বলে জানান।

গ্রেফতার দেখানো আসামিদের মধ্যে আমির হোসেন আমুকে এক হত্যাচেষ্টা মামলায়, ইনু ও মেননকে একটি হত্যাচেষ্টা এবং দুটি হত্যা মামলায়, পলককে একটি একটি হত্যাচেষ্টা এবং একটি হত্যা মামলায়, মনিরুল ইসলাম মনুকে দুটি হত্যা মামলায়, কামরুল ইসলাম ও আতিকুল ইসলামকে একটি হত্যাচেষ্টা মামলায়, জাহাঙ্গীর আলম ও টুসীকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। সবগুলো মামলা যাত্রাবাড়ি থানার। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।

রিয়াজ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৩২ নম্বরের ছবি পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের Aug 15, 2025
img
পুলিশকে আমি ইন্সট্রাকশন দেব কেন : প্রেস সচিব Aug 15, 2025
img
ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন : নজরুল ইসলাম খান Aug 15, 2025
img
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত না হওয়ার মন্তব্যে বিসিবির উপর ক্ষুব্ধ রংপুর Aug 15, 2025
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ প্রতিহত করবে : জয়নুল আবদিন ফারুক Aug 15, 2025
img
রোনালদোর সাথে পুরনো স্মৃতি স্মরণ করলেন অভিনেত্রী বিপাশা! Aug 15, 2025
img
খেলোয়াড় নিবন্ধন নিয়ে ক্ষুদ্ধ বার্সেলোনা কোচ Aug 15, 2025
img
কলিজা খুলে ফেলার হুঁশিয়ারি দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ Aug 15, 2025
img
মাদারীপুরে গণভোজের আয়োজন থেকে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার Aug 15, 2025
img
দীর্ঘ ৮ মাস পর ভারত থেকে এলো পেঁয়াজ, কমতে পারে দাম! Aug 15, 2025
img
প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বিশ্বকাপের আগে মাঠে নামবে বাংলাদেশ Aug 15, 2025
img
আবারও মুখ্য ভূমিকায় কলকাতার সিনেমায় চঞ্চল চৌধুরী! Aug 15, 2025
img
শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি Aug 15, 2025
img
শেখ মুজিবুর রহমান জাতির জনক নন : নাহিদ Aug 15, 2025
img
প্রথমবার ভারতের মাটিতে খেলতে আসতে পারেন রোনালদো! Aug 15, 2025
img
রজনীকান্তের সঙ্গে নাগার্জুনার রসায়ন প্রশংসিত হলেও বিতর্ক থামেনি Aug 15, 2025
img
আলাস্কার উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ট্রাম্প Aug 15, 2025
img
প্রভাসের পুলিশি চরিত্রে আসছে ‘স্পিরিট’ Aug 15, 2025
হিরো আলমের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে Aug 15, 2025
img
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার Aug 15, 2025