ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিআরটিসি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন।
আজ বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭টায় ১ নং গেট পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি যাত্রীবাহী মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মাহিন্দ্রাতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে সড়কে।
এতে ঘটনাস্থলেই মারা যান এক নারীসহ তিনজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি দল।
তারা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর এদিকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় পাঠায়।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত তিনজনের মধ্যে রয়েছেন আব্দুছ ছোবহান (৫২) ও তার ছেলে মো. সবুজ মিয়া (৩৫)। তাদের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামে।
অপর দিকে নিহত নারী হচ্ছেন দড়ি পাঁচাশি গ্রামের আহাম্মদ উল্লাহ ফকিরের মেয়ে মোছাম্মৎ কোহিনুর বেগম (৩৭)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মী।
ধারণা করা হচ্ছে, নিহত তিনজনই ময়মনসিংহ থেকে মাহিন্দ্রা করে বাড়ি ফিরছিলেন। আহত চারজনের বাড়িও ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। তবে নাম-ঠিকানা জানা যায়নি।
আহতরা সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান জানান, বিআরটি বাস ও মাহিন্দ্রাকে আটক করা হয়েছে।
আরএম/এসএন