এনসিপি নেতা পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে অপহরণ,মুক্তিপণে আদায় সাড়ে ৫ লাখ

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে সাবেক ছাত্রলীগের এক নেতাকে তুলে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। দাবি করা টাকার মধ্যে সাড়ে ৫ লাখ আদায়ের দুদিন পর মুক্তি পান ওই ছাত্রলীগ নেতা।

অপহরণের বিষয়টি স্বীকার করলেও অভিযুক্তরা এনসিপির কেউ নয় বলে দাবি জানিয়েছেন এনসিপির উপজেলা নেতারা। এ ঘটনায় বুধবার দুপুরে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃত ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের স্ত্রী ইসরাত হাজান আঁখি।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক।

গত ২৮ মে বুধবার রাত ৯টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার মালেক মাস্টার মার্কেটের সামনে থেকে অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তর (৩৫) শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক।

অভিযুক্তরা হলেন— মো. উজ্বল হোসাইন (২২), আলিফ মোড়ল (২০), কাইফাত মোড়ল (২৪) মারুফ খান (২২) ও মিঠুন (২০)।

অপহৃত ছাত্রলীগ নেতার স্ত্রী ইসরাত হাজান আঁখি বলেন, ‘গত ২৮ মে স্থানীয় মাওনা চৌরাস্তা এলাকার মালেক মাস্টার মার্কেট থেকে মেয়ের ওষুধ কিনে অটোরিকশায় বাসায় ফিরছিলেন আমার স্বামী অন্তর। এসময় হঠাৎ করে অভিযুক্তরা এসে নিজেদের এনসিপির নেতা পরিচয়ে অটোরিকশার সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। এরপর তাকে টেনে-হিঁচড়ে মারধর করতে করতে স্থানীয় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের পেছনে নিয়ে হাত-পা বেঁধে একটি সদ্য নির্মিত ঘরে নিয়ে শারীরিক নির্যাতন শুরু করেন।’

ইসরাত হাজান আঁখি আরো বলেন, ‘ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। এসময় অভিযুক্ত আলিফ মোড়ল স্বামীকে ব্যাপক নির্যাতন করে আমাকে ফোন দেন। এসময় অপর প্রান্ত থেকে স্বামী শুধু বলেন আমাকে বাঁচাও। এসময় অভিযুক্তরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাৎক্ষণিকভাবে ২৯ মে ভোররাত ৪টার দিকে এমসি বাজার এলাকায় মুক্তিপণের ২ লাখ টাকা নিয়ে গেলে অভিযুক্ত আলিফ মোড়লসহ দুটি মোটরসাইকেলে এসে ২ লাখ টাকা ও মোবাইল ফোনের বক্স ও কাগজপত্র নিয়ে যায়।

এরপর ওরা স্বামীকে ছেড়ে দিলেও মুক্তিপণ দাবি করে। এরপর আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধারদেনা করে আমার শ্বশুর আরো ৩ লাখ ৪৫ হাজার টাকা দিলে ২৯ মে রাত ১০টার দিকে এমসি বাজার এলাকায় একটি নির্জন স্থানে ফেলে অভিযুক্তরা আমাদের জানায়। যার কথোপকথন আমাদের মোবাইল ফোনে অডিও ভিডিও রেকর্ড রয়েছে।’

আখি বলেন, ‘বিষয়টি স্থানীয় এনসিপির নেতা-কর্মীদের জানানোর পর এনসিপি শ্রীপুর উপজেলার একটি ফেসবুক পেজ থেকে অভিযুক্তরা তাদের কেউ নয় বলে জানায়। তারা অপরাধী, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছে। পাশাপাশি তাদের সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছে।’

এদিকে, ঘটনার পর অভিযুক্ত আলিফ মোড়ল তার নিজের ফেসবুক আইডিতে পোস্টে অপহরণের কথা স্বীকার করেছেন। পাশাপাশি দুদফা ৫ লাখ ৪৫ হাজার টাকা মুক্তিপণ নিজের মোটরসাইকেল গিয়ে নিয়ে এসেছেন। ১০ হাজার টাকা ভাগ পাওয়ার কথা তুলে ধরেছেন তার ফেসবুক পোস্টে।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রীপুর উপজেলার আহ্বায়ক প্রার্থী আবু রায়হান মেজবাহ বলেন, ‘অভিযুক্তরা কেউ এনসিপির নেতা নয়। পুলিশে বলা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে। ইতিমধ্যে এনসিপি বিষয়টি পরিষ্কার করছে।’

তিনি আরো বলেন, ‘৫ তারিখের পর ওরা এসে যোগ দেয়। মিছিলের সামনে এসে ছবি তুলে পোস্ট করলেই নেতা হওয়া যায় না। তারা প্রকৃতপক্ষে কিশোর গ্যাংয়ের সদস্য।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে বাদী বা ভিকটিমের ফোন বন্ধ থাকায় এখনো তাদের বক্তব্য নেওয়া যায়নি।’

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
যুদ্ধের সময় সীমান্ত দিয়ে অনেকে পালিয়েছেন কিন্তু জিয়াউর রহমান যান নাই: ডা. জাহিদ Nov 14, 2025
img
নতুন মুখে সাজিদ আলীর ‘হীর রাঞ্জা’ Nov 14, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন Nov 14, 2025
img
বরিশালে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Nov 14, 2025
img
একইদিনে গণভোট-জাতীয় নির্বাচন ঘোষণা প্রত্যাহারের দাবি ৮ দলের Nov 14, 2025
img
বিমানবন্দর এলাকার ২ স্থানে ককটেল বিস্ফোরণ Nov 14, 2025
img
৭০ বছর পর নতুন নামে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী হোম ভেন্যু Nov 14, 2025
img
মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ভোটে শীর্ষে মিথিলা Nov 14, 2025
img
নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করল আমিরাত Nov 14, 2025
img
রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ৩ জনসহ গ্রেপ্তার ২৬ Nov 14, 2025
img
এস.এস. রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা Nov 14, 2025
img
মিরপুরে বাসে অগ্নিসংযোগের পর পালাতে গিয়ে যুবকের মৃত্যু Nov 14, 2025
img
দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি বাড়াতে চান উপদেষ্টা আসিফ নজরুল Nov 14, 2025
img
গণভোট ও নির্বাচন একসঙ্গে হওয়া প্রসঙ্গের ব্যাখ্যা দিলেন মির্জা গালিব Nov 14, 2025
img
'যে সৎ কাজটা তোমাকে ভয় দেখায়, সেটাই করো' Nov 14, 2025
img
“যে বিষয়ে কিছুই জানি না, সেখানে যাব না। অন্তত লোক হাসাতে চাই না” Nov 14, 2025
img
কুমিল্লার দেবিদ্বার থেকেই নির্বাচন করব: হাসনাত আবদুল্লাহ Nov 14, 2025
img
নোয়াখালীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ, যুবদলের হামলার অভিযোগ Nov 14, 2025
img
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক Nov 14, 2025
img
আর্জেন্টিনার অনুশীলনে স্পেনে বিশাল জনসমাগম, মেসির কৃতজ্ঞতা প্রকাশ Nov 14, 2025