আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় যেসব রাজনীতিবিদ প্রাণ হারিয়েছেন

ভারতের ইতিহাসে বেশ কয়েকটি ভয়ংকর বিমান দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো কখনো আকাশে সংঘর্ষ, কখনো রানওয়ে থেকে ছিটকে পড়া বা কখনো নাশকতার কারণে ঘটেছে। আর এতে প্রাণ হারিয়েছেন ভারতের বহু রাজনীতিবিদ।

গত বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী সবাই নিহত হন। দুর্ঘটনায় প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন। মৃতের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও।

তবে এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও বহু ভারতীয় রাজনীতিবিদের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। এক নজরে দেখে নেওয়া যাক সেসব তালিকা—

১. বিজয় রূপানি (২০২৫)
২০২৫ সালের ১২ জুন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আহমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হন। বিমানটিতে যাত্রী এবং ক্রু মেম্বার মিলিয়ে ২৪২ জন ছিলেন। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

২. সঞ্জয় গান্ধী (১৯৮০)
ভারতের তৎকালীন মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী ১৯৮০ সালে ২৩ জুন মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। তার বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়া ডিপ্লোম্যাটিক এনক্লেভে আছড়ে পড়লে ক্যাপ্টেন সুভাষ সাক্সেনার সহ তার মৃত্যু হয়।



৩. মাধবরাও সিন্ধিয়া (২০০১)
প্রাক্তন রাজনীতিবিদ তথা কেন্দ্রীয় অসামরিক বিমানপরিবহণ মন্ত্রী ছিলেন মাধবরাও সিন্ধিয়া। ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর কানপুরে এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। ১০ আসনবিশিষ্ট এই চাটার্ড বিমান উত্তরপ্রদেশের মৌনপুরী এলাকায় খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনার মুখে পড়ে। এতে মৃত্যু হয় মাধবরাওয়ের।



৪.  জিএমসি বালাযোগী (২০০২)
লোকসভার অধ্যক্ষ তথা তেলেগু তেলেগু দেশম পার্টির নেতা জিএমসি বালাযোগী। তিনি লোকসভার ১২তম স্পিকার ছিলেন। ২০০২ সালের ৩ মার্চ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় বেল ২০৬ হেলিকপ্টারটি দুর্ঘটনায় নিহত হন।

 ৫. সাইপ্রিয়ান সাংমা (২০০৪)
মেঘালয়ের গ্রামউন্নয়ন মন্ত্রী সাইপ্রিয়ান সাংমা। ২০০৪ সালের ২২ সেপ্টেম্বর পবন হংস নামক হেলিকপ্টারে গুয়াহাটি থেকে শিলং যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৯ জন। শিলং থেকে ২০ কিমি দূরে বড়পানি হ্রদের কাছে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। এ ঘটনায় মৃত্যু হয় তার।



৬. ওপি জিন্দাল এবং কৃষিমন্ত্রী সুরেন্দ্র সিং (২০০৫)
২০০৫ সালের মার্চ মাসে শিল্পপতি তথা হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী ওপি জিন্দাল এবং কৃষিমন্ত্রী সুরেন্দ্র সিং একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। তাদের কিং কোবরা হেলিকপ্টারটি দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে উত্তর প্রদেশের সাহারানপুরে দুর্ঘটনার কবলে পড়ে।

৭.  দর্জি খান্ডুর (২০১১)
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুর ২০১১ সালের ৩০ এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়। তাওয়াং থেকে ইটানগরে যাচ্ছিলেন খান্ডু। পথে পশ্চিম কামেং জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। পাঁচদিন পর তাওয়াংয়ে ধ্বংসাবশেষটি পাওয়া যায়।

৮. রাজশেখর রেড্ডি (২০০৯)
২০০৯ সালের ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন। খারাপ আবহাওয়ার কারণে ঘন নাল্লামালা জঙ্গলে তার বেল ৪৩০ হেলিকপ্টারটি নিখোঁজ হয়। পরে জানা যায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে থাকা রেড্ডি সহ পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।




কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাতে টাকা আসার পর অনেক দামী দামী জিনিস কিনেছি, কিন্তু মন থেকে পরিবর্তন হইনি Nov 17, 2025
img
শেখ হাসিনার মামলার রায় আজ Nov 17, 2025
সেনকাকু দ্বীপপুঞ্জে টহল ও ড্রোন নজরদারি, নতুন উত্তেজনায় চীন-জাপান-তাইওয়ান Nov 17, 2025
পিরোজপুরে এবার সবচেয়ে বড় ইয়াবা চালান জব্দ Nov 17, 2025
প্রাথমিকের ডিজির ক্ষমতা ফিল্ড মার্শালের চেয়েও বেশি: গোলাম মাওলা রনি Nov 17, 2025
ভয়াবহ খরা মোকাবেলায় আকাশে ‘মেঘ বীজ’ বপনে তৎপর ইরান Nov 17, 2025
‘শাটডাউন’ ঘিরে রাজধানীর স্কুলগুলোতে নিরাপত্তা উদ্বেগ Nov 17, 2025
'সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে' Nov 17, 2025
কুমিল্লায় নেচে-গেয়ে খন্দকার মোশারফের নেতৃত্বে বিএনপির মিছিল Nov 17, 2025
আল্লাহ'র তরফ থেকে গজবের কারণে আমার বোন শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছে: কাদের সিদ্দিকী Nov 17, 2025
বিতর্কিত ভিডিও প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দিলেন মিথিলা Nov 17, 2025
img
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ Nov 17, 2025
img
বিবাহবিচ্ছিন্ন পুরুষকে মেয়েরা মানে, নারীর ক্ষেত্রে উল্টো: অনুরাধা Nov 17, 2025
img
ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘ব্ল্যাক প্যান্থার’-এর তৃতীয় কিস্তি আসছে Nov 17, 2025
img
সিলেটে মধ্যরাতে গাড়ি মেরামতের দোকানে আগুন Nov 17, 2025
img
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব Nov 17, 2025
img
ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, তার জনক একজনই: সোহেল তাজ Nov 17, 2025
img
বংশালে জুতার কারখানায় আগুন, ঢামেক বার্নে ভর্তি দগ্ধ ৩ শ্রমিক Nov 17, 2025
img
মেয়ের জন্য সব কৃতিত্ব স্ত্রীকেই দেন অভিষেক Nov 17, 2025
img
তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন Nov 17, 2025