ঈদের ছুটি শেষ, অফিস খুলছে রবিবার

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল খুলছে অফিস-আদালত। এর মধ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে ঈদে ফাঁকা থাকা ঢাকা এখন পুরোনো চেহারায় ফিরছে।

যাত্রীর পাশাপাশি সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে।


এবার ঈদুল আজহা উদযাপন করা হয় গত ৭ জুন। এর আগে ৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি। ঈদ উপলক্ষে আগেই ছয়দিনের ছুটি ঘোষণা করে সরকার।

পরে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তারপর ১৩-১৪ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পান চাকরিজীবীরা।

গতকাল শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে মানুষের ভিড় ছিল। কাপড়ের ব্যাগ ও কোরবানির মাংস হাতে জীবন-জীবিকার তাগিদে দেশের নানা প্রান্ত থেকে ফিরছিল চাকরিজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, গুলিস্তান, কমলাপুর ও সদরঘাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। বাসে ভিড় ও ভাড়া বেশি থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ করেছে অনেক যাত্রী।
এদিকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়লেও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় এখন ঢাকা ছাড়ছেন।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, শত শত মানুষ বাস থেকে নামছে। তারপর রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে।
যাত্রীর ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুই দিন পর মানুষের ফেরার এমন ভিড় থাকবে না।

ট্রাফিক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের টার্মিনালগুলোতে তত্পর থাকতে দেখা গেছে। দালাল বা পকেটমারদের বিষয়ে সতর্ক থাকতে যাত্রীদের পরামর্শ দিচ্ছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

শুধু বাস টার্মিনাল নয়, সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকায় ফেরা লোকজনের ভিড় দেখা গেছে। গতকাল ভোররাত থেকে সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ভিড়তে শুরু করে। পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিল দক্ষিণাঞ্চলের মানুষ। সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছে সপরিবার, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় গতকাল যাত্রীর ভিড় একটু বেশি ছিল।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে আন্ত নগর ট্রেন কমলাপুরে ঢুকেছে। সব ট্রেন সঠিক সময়ে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে।

কুষ্টিয়া থেকে ঢাকায় ফিরেছেন আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদের এক দিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম। আজ (শুক্রবার) ফিরে এসেছি। আসার পথে তেমন যানজট ছিল না।’

মাদারীপুর থেকে ঢাকায় আসা আসমা খাতুন বলেন, ‘আমার স্কুল শুরু হবে রবিবার। তাই ভিড় ঠেলে ফিরতে হলো। বাসে প্রচণ্ড ভিড় ছিল। ৩০০ টাকার বাসভাড়া ৫০০ টাকা দিতে হয়েছে।’

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা আমানুর রহমান বলেন, ‘গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দের তুলনা হয় না। কিন্তু ঢাকায় ফিরতেই হচ্ছে। কাজ তো থেমে থাকে না। বাসে সিট পেতে কষ্ট হয়েছে। ভাড়াও আগের চেয়ে অনেক বেশি।’

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার আবদুল আওয়াল বলেন, ‘বাড়িমুখী যাত্রীর সংখ্যা এখন কম। আমাদেরও অল্প যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলোর কোনোটিই খালি আসছে না।’
 
গতকাল বাস টার্মিনালগুলোতে ঢাকা ছাড়া যাত্রীরও কিছুটা চাপ দেখা গেছে। বেশির ভাগ বাসেই যাত্রী অর্ধেকের মতো ছিল। কাউন্টার মাস্টাররা বললেন, অনেকে এখনো ঢাকার বাইরে যাচ্ছে, আবার ফিরেও আসছে।

গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, প্রচুরসংখ্যক লোক ঢাকার বাইরে যাচ্ছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বললেন, ভোরের দিকের বাসগুলোতে যাত্রীসংখ্যা একটু বেশি ছিল। সকাল ১০টার পর থেকে যাত্রীর চাপ কমে যায়।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বলিউডে সিডনি সুইনির অভিষেক, প্রস্তাব পেল আড়াই হাজার কোটি টাকার Sep 18, 2025
img
এটা আমার বিষয় নয়, হ্যান্ডশেক বিতর্কে নির্ভার রউফ Sep 18, 2025
img
২৮ বছর পর 'ইক্কা'-য় একসঙ্গে জুটি বাধছেন সানি দেওল–অক্ষয় খান্না Sep 18, 2025
img
সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Sep 18, 2025
img
প্রযোজকদের বাড়তি খরচ প্রসঙ্গে আমির খানের পাশে দাঁড়ালেন হর্ষবর্ধন রানে Sep 18, 2025
img
ইসির সংলাপে জাতীয় পার্টির ডাক পাওয়া প্রশ্নে সচিবের মন্তব্য Sep 18, 2025
img
হঠাৎ শ্রীলঙ্কা ফ্যান হয়ে গেছে বাংলাদেশিরা, লঙ্কান বোর্ডের স্টোরি Sep 18, 2025
img
নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশের অনুমোদন Sep 18, 2025
img
‘লর্ড মার্কো’ নামে ফিরছে মালয়ালমের আলোচিত গ্যাংস্টার ড্রামা Sep 18, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে জনগণই দিতে বাধ্য করবে: মুফতি ফয়জুল করিম Sep 18, 2025
img
ইসলামি দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে হেফাজত আমিরের মন্তব্য Sep 18, 2025
img
আগেভাগেই নেটফ্লিক্স কিনে নিল আল্লু অর্জুন–অ্যাটলি'র ছবির স্বত্ব Sep 18, 2025
img
আগেভাগেই নেটফ্লিক্স কিনে নিল আল্লু অর্জুন–অ্যাটলি'র ছবির স্বত্ব Sep 18, 2025
img
ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা : ভিপি পদে ইব্রাহীম, জিএস হাবিব Sep 18, 2025
img
আ. লীগকে ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প চালু করেছে : ফারুক হাসান Sep 18, 2025
img
কল্কি সিক্যুয়েল থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন Sep 18, 2025
img
গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে? Sep 18, 2025
img
আন্দোলনের সময় ড. ইউনূসের সঙ্গে যে কথা হয়েছিল নাহিদের Sep 18, 2025
img
সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার Sep 18, 2025
img
জামায়াতের কৌশলগত ভুলে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সুযোগ দেখছেন মান্না Sep 18, 2025