রংপুরে দুর্নীতির অভিযোগে সহযোদ্ধাদের হাতে অবরুদ্ধ সমন্বয়ক

রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে বিচারের দাবি জানিয়েছে তারই সহযোদ্ধারা।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। সেখানে অবস্থান করা ফারদিন এহসান মাহিমকে ৪০-৫০ জন শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখেন।

এসময় তারা মাহিমের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ ছাত্ররা জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তারা সক্রিয় ভূমিকা রেখেছে। ৫ আগস্টের পর তাদের প্রতিনিধি বা মুখপাত্র হিসেবে ফারদিন এহসান মহিমকে দায়িত্ব দেওয়া হয়। এই সুযোগে অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েন সে।

বিভিন্ন অভিযোগ তুলে ধরে ছাত্ররা আরও জানান, পীরগাছা জেএন হাইস্কুল মাঠে ক্রিকেট খেলা আয়োজনকে কেন্দ্র করে সরকারিভাবে দেওয়া এক লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেছে মাহিম। টাকা বুঝে পেয়েছেন বলে কয়েকজন খেলোয়াড়ের স্বাক্ষর নেওয়া হলেও কাউকে কোনো টাকা বা খেলাধুলার সামগ্রী দেওয়া হয়নি। এছাড়া শীতের কম্বল, ভিজিএফ চাল সহায়তা নিয়েও অনিয়ম দুর্নীতি করেছে। ক্ষমতার অপব্যবহার করে নিজের বোনকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে দিয়েছে। তার এসব অপকর্মের সঙ্গে পরিবারের লোকজনও জড়িত।

অভিযোগকারীরা জানান, মাহিম দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করছেন। আজকে এসবের প্রতিবাদ জানানোসহ বিচারের দাবিতে তারা ইউএনও কার্যালয়ে অভিযুক্ত মাহিমকে অবরুদ্ধ করে অবস্থান করেন। পরে ইউএনও অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহিম বলেন, যখন কোনো ব্যক্তি দায়িত্বে থাকেন, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ থাকবেই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা লিখিতভাবে তারা দিক। সেটা তদন্ত হোক, তা আমিও চাই। আমার হয়তো কিছু ভুল আছে। আমি সাংগঠনিকভাবে সবার সঙ্গে প্রথম দিকে যোগাযোগ রাখলেও পরে রাখতে পারিনি। এ জন্য ভুল-বোঝাবুঝি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খেলার টাকা প্রসঙ্গে মাহিম বলেন, যাদের স্বাক্ষর নেওয়া হয়েছে, তাদের টাকা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করা হোক। তদন্তে দোষী প্রমাণিত হলে যেকোনো শাস্তি আমি মাথা পেতে নেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, আমরা আজকের ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু মাহিমের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, তা লিখিতভাবে কেউ আমাদেরকে অবগত করেনি। তারপরও অভিযোগগুলো নিয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করেছি।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন বলেন, ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে ছাত্রদের অভিযোগের বিষয়গুলো লিখিত আকারে দিতে বলা হয়েছে। এ বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাবা হলেন সংগীতশিল্পী ইমরান Dec 01, 2025
img

খুলনায় ডা. শফিকুর

চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে Dec 01, 2025
img
নভ্যার বিয়ে প্রসঙ্গে জয়া বচ্চনের মন্তব্য নিয়ে নতুন বিতর্ক Dec 01, 2025
img

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তামিম ইকবাল

বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন Dec 01, 2025
img
আবুল সরকারের নামে ঢাকায় মামলা, তদন্তের নির্দেশ রমনা থানার ওসিকে Dec 01, 2025
img

বিডিআর প্রতিবেদন নিয়ে তাজুল ইসলাম

অগোচরে থাকা ব্যক্তিদেরও এখন বিচারের মুখোমুখি আনা সম্ভব Dec 01, 2025
img
বিমানবন্দরে ৪ নারীর কাছ থেকে উদ্ধার ১০২টি মোবাইল ফোন Dec 01, 2025
img
পাসপোর্ট নাকি ট্রাভেল পাস : তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাড়ছে প্রশ্ন! Dec 01, 2025
img
রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপে Dec 01, 2025
img
হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী বদল Dec 01, 2025
img
খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে : আমানউল্লাহ আমান Dec 01, 2025
img
শৈশবের নির্যাতনের গল্পে ভেঙে পড়লেন জয়া ভট্টাচার্য Dec 01, 2025
img
রংপুরে ডাক পাওয়া কে এই ইতালির ক্রিকেটার Dec 01, 2025
img
রণবীরের ধুরন্ধর লুকে মুগ্ধ দীপিকা Dec 01, 2025
img
ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে Dec 01, 2025
img
সামান্থার স্বামী কে এই রাজ নিদিমোরু? Dec 01, 2025
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে বিপদে টিউলিপ! Dec 01, 2025
খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন সাকি Dec 01, 2025
দেশে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ Dec 01, 2025
শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে ব্যর্থ রিয়াল, টানা তিন ম্যাচে ড্র Dec 01, 2025