ব্যঙ্গাত্মক ব্যানার-কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপির ৬ নেতাকে শোকজ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে ব্যঙ্গ করে ব্যানার-ফেস্টুন ছাপানো ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (২১ জুন) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজ করা নেতারা হলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান এবং মঈনুল আলম ছোটন। শোকজপ্রাপ্ত নেতারা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী হিসেবে পরিচিত।

জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, গত ১০, ১১ ও ১২ জুন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও আহ্বায়ক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে উসকানিমূলক, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে। একই সঙ্গে ব্যঙ্গাত্মক ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং দলবিরোধী আচরণ করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনার ভিডিও ও ছবিসহ সব তথ্য জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে।

নোটিশে আরো বলা হয়, এসব কর্মকাণ্ড দলের রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল।

এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সাংগঠনিক ঐক্য বিঘ্নিত হয়েছে। তাই কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিবের সামনে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন জানান, সিনিয়র নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও ব্যানার প্রদর্শনের দায়ে এ শোকজ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শোকজ পাওয়া নেতাদের একজন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া নিজেই বিভিন্ন সভা-সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে ‘ব্যারাজ্জা’, ‘কুত্তা’ ইত্যাদি অশালীন শব্দ ব্যবহার করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেছেন। তিনি দাবি করেন, ইদ্রিস মিয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পণ্ড করতে প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারির চেষ্টা করেছিলেন, যা ব্যর্থ হয়। এরপর উল্টো প্রতিবাদকারী নেতাদের শোকজ করে হয়রানি করা হচ্ছে।

খোরশেদ আলম আরো জানান, ইদ্রিস মিয়ার বিরুদ্ধে তারা ১৪ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অথচ যিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাকে শোকজ না করে বরং প্রতিবাদকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে, যা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপিতে দ্বন্দ্ব-সংঘাতের পরিবেশ বিরাজ করছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সদস্য এনামুল হক এনাম দুইটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শিরোপা জেতানোর প্রতিশ্রুতিতে অর্থ সংগ্রহ, জেলে দরবেশ Jan 13, 2026
img
ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ: আলী রীয়াজ Jan 13, 2026
img
অস্কারের ভোটিং প্রক্রিয়া শুরু, মনোনীত তালিকা ঘোষণা ২২ জানুয়ারি Jan 13, 2026
img
১ বছরে ‘এক’ লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র Jan 13, 2026
img
হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’ Jan 13, 2026
img
রিয়াল ছাড়ার পর স্বস্তিতে 'আলোনসো' Jan 13, 2026
img
চৌদ্দগ্রামে দুর্ঘটনার কবলে স্লিপার বাস Jan 13, 2026
img
ইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব Jan 13, 2026
img
রেড কার্পেটের আলোয় মুগ্ধতা ছড়ালেন নিক-প্রিয়াঙ্কা Jan 13, 2026
img
ইরানের বাণিজ্যিক মিত্রদের হুমকি দিলেন ট্রাম্প, শুল্ক আরও বাড়ার শঙ্কা ভারতের Jan 13, 2026
img

বিবিসির বিশ্লেষণ

১৯৭৯ সালের পর সবচেয়ে কঠিন সময় পার করছে ইরান Jan 13, 2026
img
ইরানের চলমান পরিস্থিতি নিয়ে জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফের উদ্বেগ Jan 13, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে Jan 13, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jan 13, 2026
img
শিশু শিল্পী থেকে ফাতিমা সানা শেখের অভিনয়যাত্রা Jan 13, 2026
img
ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন Jan 13, 2026
img
ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: রিকার্ডো আদে Jan 13, 2026
img
ওমরাহ পালন শেষে অনুভূতি জানালেন অভিনেত্রী পূর্ণিমা Jan 13, 2026
img
আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে: হাবিব Jan 13, 2026
img
রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন আজ Jan 13, 2026