ব্যঙ্গাত্মক ব্যানার-কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপির ৬ নেতাকে শোকজ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে ব্যঙ্গ করে ব্যানার-ফেস্টুন ছাপানো ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (২১ জুন) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজ করা নেতারা হলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান এবং মঈনুল আলম ছোটন। শোকজপ্রাপ্ত নেতারা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী হিসেবে পরিচিত।

জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, গত ১০, ১১ ও ১২ জুন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও আহ্বায়ক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে উসকানিমূলক, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে। একই সঙ্গে ব্যঙ্গাত্মক ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং দলবিরোধী আচরণ করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনার ভিডিও ও ছবিসহ সব তথ্য জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে।

নোটিশে আরো বলা হয়, এসব কর্মকাণ্ড দলের রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল।

এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সাংগঠনিক ঐক্য বিঘ্নিত হয়েছে। তাই কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিবের সামনে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন জানান, সিনিয়র নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও ব্যানার প্রদর্শনের দায়ে এ শোকজ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শোকজ পাওয়া নেতাদের একজন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া নিজেই বিভিন্ন সভা-সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে ‘ব্যারাজ্জা’, ‘কুত্তা’ ইত্যাদি অশালীন শব্দ ব্যবহার করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেছেন। তিনি দাবি করেন, ইদ্রিস মিয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পণ্ড করতে প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারির চেষ্টা করেছিলেন, যা ব্যর্থ হয়। এরপর উল্টো প্রতিবাদকারী নেতাদের শোকজ করে হয়রানি করা হচ্ছে।

খোরশেদ আলম আরো জানান, ইদ্রিস মিয়ার বিরুদ্ধে তারা ১৪ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অথচ যিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাকে শোকজ না করে বরং প্রতিবাদকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে, যা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপিতে দ্বন্দ্ব-সংঘাতের পরিবেশ বিরাজ করছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সদস্য এনামুল হক এনাম দুইটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে অংশ নিলে তামিম ক্রিকেট ছাড়বেন বলে জানিয়েছেন Sep 18, 2025
img
অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর Sep 18, 2025
img

মির্জা ফখরুল

আলোচনা চলা অবস্থায় ইসলামি দলগুলোর কর্মসূচির অর্থ ‘অহেতুক চাপ সৃষ্টি’ করা Sep 18, 2025
img
ভক্তদের চাপে লন্ডনে বাড়ল আরিয়ানার কনসার্ট Sep 18, 2025
img
আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 18, 2025
img
গানের শিক্ষক থাকবে, ধর্মীয় শিক্ষকও: দীপা খন্দকার Sep 18, 2025
img
বব ডিলানের শুরুর দিনগুলো ফিরছে নতুন বক্সসেটে Sep 18, 2025
img
ইংরেজিতে ভয়ের কারণে বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় সুস্মিতার কাছে হারেন ঐশ্বরিয়া! Sep 18, 2025
img
তামিম বিসিবিতে আসলে মনের কথা বলতে পারবেন তাইজুল Sep 18, 2025
img
আলোচনার টেবিলে সমস্যা সমাধানের পথ খোঁজা দরকার : জোনায়েদ সাকি Sep 18, 2025
img
বাংলাদেশকে পথ দেখায় ঢাবি, ঢাবিকে পথ দেখায় সাংবাদিক সমিতি: ভিপি সাদিক কায়েম Sep 18, 2025
img
সেচ্ছাসেবক দলের বিল্লালসহ ২ জন রিমান্ডে Sep 18, 2025
img

জেরায় স্টেট ডিফেন্স আইনজীবী

'আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলেননি শেখ হাসিনা' Sep 18, 2025
img

লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫

মনোনয়ন তালিকা প্রকাশ করেছে লাতিন রেকর্ডিং একাডেমি Sep 18, 2025
img
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: গোলাম পরওয়ার Sep 18, 2025
img
রাকসু-চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 18, 2025
img
শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে : জ্বালানি উপদেষ্টা Sep 18, 2025
img
৫২ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা Sep 18, 2025
img
১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন Sep 18, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু Sep 18, 2025