২০ বছরের জটিলতা কাটাতে দুই মাস সময় চাইলেন নারায়ণগঞ্জের ডিসি

সরকারি খাল বেদখল ও অব্যবস্থাপনার কারণে জেলার ফতুল্লা ইউনিয়নের লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার। ভুক্তভোগীরা জানিয়েছেন সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা ও ডিএনডি বাঁধের ভেতরের বেশকিছু এলাকা। ওই অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ জলাবদ্ধতার দুর্ভোগের শিকার প্রায় গত ২০ বছর ধরে।

গত মঙ্গলবার এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় লালপুর পৌষার পুকুর পাড় এলাকার বেসরকারি চাকরিজীবী সিদ্দিকুর রহমান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে লিখিত আবেদন নিয়ে সাক্ষাৎ করেন।

কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের জলাবদ্ধ এলাকাগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে জলাবদ্ধতার প্রকৃত কারণ জেনে অবিলম্বে এলাকাবাসীর ভোগান্তি দূর করার নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে তিনি খাল দখলমুক্তকরণ, পাম্পের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর সাথে তাৎক্ষণিক মতবিনিময়ও করেন।

এ সময় তিনি পূর্ব লালপুর থেকে নলখালী খাল পর্যন্ত, ফতুল্লা ডিআইটি মাঠের সাথে পানি সেচের পাম্প পরিদর্শন করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এলাকাবাসীকে। ২০ বছরের সমস্যা আগামী দুই মাসেই সমাধানের আশ্বাসও দিলেন তিনি। আবেদনকারী সিদ্দিক বলেন, এমন জেলা প্রশাসক নারায়ণগঞ্জে জীবনে কখনো দেখিনি। প্রায় দুই যুগের একটা সমস্যা নিরসনে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছি। কেউ সরেজমিনে পরিদর্শন করার সময়ও পায়নি। কিন্তু ডিসি স্যার সমস্যাটি আমার কাছে থেকে শোনামাত্রই সরেজমিনে তীব্র রোদের মধ্যেও জলাবদ্ধ প্রতিটি স্থানে গেলেন। স্থানীয় জনসাধরনের কথাও ধৈর্য সহকারে শুনলেন।

স্থানীয় মাইনউদ্দিন মুন্সী বলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের পঞ্চবটি লালপুর মর্ডান হাউজিং থেকে পাইওনিয়র সোয়েটার কোয়াটার পর্যন্ত রাস্তায় সব সময়ে পানি থাকে। আর একটু বৃষ্টি হলেই বাসা বাড়িতে রাস্তার পানি ঢুকে পড়ে। উক্ত এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস স্থাপিত আছে।

সামছুদ্দীন বেপারী নামের আরেকজন স্থানীয় অধিবাসী বলেন, আমাদের এলাকা থেকে বুড়িগঙ্গা নদীর দূরত্ব মাত্র ৩০০ মিটার। তাই জলাবদ্ব এলাকাটি ডিএনডি প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

রফিকুল ইসলাম নামের স্থানীয় আরেকজন অধিবাসী জানিয়েছেন, এই এলাকা দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক কর্মজীবি নারী পুরুষ, ছাত্র-ছাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন চরম দুর্ভোগ নিয়ে। 

ইউপি সদস্য কাজী মঈনউদ্দিন বলেন, আমাদের এলাকার এই সমস্যাটি ২০০৪ সাল থেকে শুরু হয়েছে। আশা করি ১৯ বছরের এই সমস্যাটির স্থায়ী সমাধান করবেন জেলা প্রশাসক মহোদয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল মামুর রাফিদ বলেন, আজকেও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধির সাথে সদর উপজেলা ইউএনওর একটা মিটিং হয়েছে। দুই তিন দিনের মধ্যেই আমরা মূল খালসমূহের প্রতিবন্ধকতা নিয়ে একটা সার্ভে রিপোর্ট প্রস্তুত করবো। এছাড়া জলাবদ্ধতার মধ্যে আছে এমন এলাকার মধ্যে সিটি কর্পোরেশনের ছোট ড্রেনসমূহের যেসব জায়গায় ময়লা আবর্জনার কারণে পানি প্রবাহ বন্ধ আছে, সেইগুলো পরিষ্কার করলে পানি খালে আসবে। অর্থাৎ অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। 
মূল খাল থেকে পাম্প দিয়ে পানি নদীতে ফেলে দিলেই জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না আশা করা যায়।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) আব্দুল ওয়ারেছ আনসারি, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মোহাম্মদপুরে ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার Oct 03, 2025
img
গ্লোবাল ফ্লোটিলার কর্মীদের মুক্তির দাবি গণসংহতি আন্দোলনের Oct 03, 2025
img
কুয়ালালামপুরে সংহতি জানিয়ে সুমুদ ফ্লোটিলা সমাবেশ Oct 03, 2025
img
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে নীলচক্র Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক Oct 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 03, 2025
ইউক্রেনের টমাহক চাওয়ায় রাশিয়ার রেডলাইন শঙ্কা Oct 03, 2025
অবরুদ্ধ গাজা নৌবহর আটক, ইসরায়েল নিশ্চিত নিরাপত্তা Oct 03, 2025
img
এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই : সেলিমুজ্জামান Oct 03, 2025
চীনের সঙ্গে বৈঠক ঠিক করতে বাইডেনকে আক্রমণ ট্রাম্পের Oct 03, 2025
সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলমের পোস্ট, চাইলেন ক্ষমা Oct 03, 2025
গাজামুখী ফ্লোটিলার যাত্রা গাজায় পৌঁছাতে পারেনি: ইসরায়েল Oct 03, 2025
শাপলা প্রতীক বাদ, এনসিপিকে থালা-হাঁস-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন দিলো ইসি Oct 03, 2025
img
শুক্রবার বিক্ষোভ মিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের Oct 03, 2025
একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী Oct 03, 2025
পূজার ছুটিতে অস্বাভাবিক রাজধানীর সবজির বাজার Oct 03, 2025
জামায়াত রাজাকারের বংশধর, ভোট পাবে ৬ শতাংশ: ফজলুর রহমান Oct 03, 2025
৫ই আগস্টের পর কি দেশের মানুষ সব ফেরেস্তা হয়ে গেছে? : ব্যারিস্টার ফুয়াদ Oct 03, 2025
কাজ ও মাতৃত্বের ভারসাম্যে নিজ জীবনের গল্প শোনালেন রানী মুখার্জি Oct 03, 2025