জুলাই নিয়ে আওয়ামী লীগের লোকজনের জ্বালা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। মঙ্গলবার (১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, ‘জুলাই নিয়ে আওয়ামি লীগের লোকজনের জ্বালা শুরু হয়েছে! জ্বা’লা-পো'ড়া করে লাভ নেই, জুলাই আমার ভাইদের র'ক্ত দিয়ে কেনা, জুলাই-আগস্ট শুধুই আমাদের৷ এদেশে আর কখনই মুজিবের শোকে ১৫ই আগস্ট পালন হবে না, চিপায় চাপায় বিরানি-খিচুরি রান্না করে খাওয়ার চেষ্টা করলে বিরানি আর পাতিল দুইটাই হারাবি৷ যত ফাল পার'বা ততই বিপদে পড়বি৷
তিনি আরো বলেন, ‘আওয়ামি লীগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে শুধুই রূপকথার গল্প হয়ে থাকবে৷ আর কিছু না৷’
আরআর/এসএন