ভারতীয় সিনেমায় সময়ের সেরা স্টার কে? এই প্রশ্নে নানা মত থাকলেও পরিচালক মধুর ভান্ডারকরের জবাব একটাই — আল্লু অর্জুন। ‘পুষ্পা’ তারকার জনপ্রিয়তা, অভিনয়গুণ এবং প্যান-ইন্ডিয়া উপস্থিতি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ‘ফ্যাশন’, ‘পেজ থ্রি’র মতো ছবির জাতীয় পুরস্কারজয়ী এই নির্মাতা।
মধুর বলেন, “আজকের দিনে আল্লু অর্জুনের মতো ম্যাস ক্রেজ কেউই ছুঁতে পারবে না। ও একমাত্র সত্যিকারের প্যান-ইন্ডিয়া সুপারস্টার।” এমন মন্তব্য কেবল অর্জুনের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধাই নয় — বরং ভারতীয় সিনেমার পাওয়ার ব্যালান্স যে বদলে যাচ্ছে, তারও এক স্পষ্ট ইঙ্গিত।
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সাফল্য ছিল এক সর্বভারতীয় উন্মাদনা। তার ‘থ্যাগেদে লে’-স্টাইল, ফায়ার-ডায়লগ আর সোয়্যাগ ভেদ করে দেয় ভাষার সীমারেখা। আল্লু অর্জুন হয়ে ওঠেন শুধু দক্ষিণের নায়ক নন — বরং গোটা দেশের স্টাইল স্টেটমেন্ট।
মুম্বাইয়ের পরিচালক যখন এইভাবে একটি দক্ষিণী তারকার প্রশংসা করেন, তখন বোঝাই যায় — ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে আছে। ভাষা নয়, এখন গল্প ও পারফরম্যান্স-ই চূড়ান্ত। আর সেই জায়গায় আল্লু অর্জুন হয়ে উঠেছেন আজকের ভারতের ম্যাস আইডল।
এতদিন যার রাজত্ব ছিল দক্ষিণে, সেই আল্লু অর্জুন এখন মুম্বই থেকে কলকাতা পর্যন্ত স্টারডম ছড়িয়ে দিয়েছেন। সামনে ‘পুষ্পা: দ্য রুল’ এবং পরিচালক অ্যাটলির সঙ্গে তাঁর নতুন প্রজেক্টের ঘোষণাও এসেছে — যা এই দাপটকে আরও অনেক দূর নিয়ে যেতে প্রস্তুত।
আজকের দিনে তিনি কেবল একটি তারকা নন — বরং পুরো ভারতীয় ম্যাস সিনেমার মুখ। তার রক্তগরম ক্যারিশমা, শক্তিশালী উপস্থিতি ও সর্বজনীন গ্রহণযোগ্যতা তাঁকে এই প্রজন্মের এক অনিবার্য নাম করে তুলেছে।
এসএন