কোভিড ভ্যাকসিন নেওয়ার পর ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন অভিনেত্রী শ্রুতিকা অর্জুন। বিগ বস সিজন ১৮-এ অংশ নিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী সম্প্রতি পারস ছাবড়ার পডকাস্টে এসে নিজের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
শ্রুতিকা জানান, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর তাঁর রক্তচাপ নেমে যায় মাত্র ৪০-এ। হার্টবিট দ্রুত বাড়তে থাকে, এবং তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে মনে হয়েছিল, হয়তো আর বাঁচবেন না।
তিনি বলেন, “যেদিন আমি অসুস্থ হলাম, সেই রাতে আমার মনে হয়েছিল এর থেকে কোভিড ভালো। আমার নরমাল ডেলিভারির (প্রসূতি যন্ত্রণা) থেকেও এই কষ্ট ভয়ংকর ছিল।”
অভিনেত্রী জানান, কোভিডে আক্রান্ত হলেও তিনি কখনো হাসপাতালে যাননি এবং ঘরেই সেরে উঠেছিলেন। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরের দিন সকালে হাঁটতে গিয়ে হঠাৎ পড়ে যান।
শ্রুতিকার কথায়, “আমার কিছুই মনে নেই, শুধু শুনতে পাচ্ছিলাম চারপাশে লোকজন কাঁদছে, আমাকে জাগানোর চেষ্টা করছে। আমি নিজের সঙ্গে ‘ওম নমঃ শিবায়’ জপ করছিলাম।”
পরিস্থিতি সামলাতে স্বামী অর্জুন তাকে ‘কিং কং’ সিনেমা দেখতে বলেন। কিন্তু সিনেমা শুরুর পর জোর শব্দে তার শরীর কাঁপতে থাকে। হার্টবিট এতটাই বেড়ে যায় যে মনে হয়েছিল তিনি যেন ৫ কিলোমিটার দৌড়েছেন।
শ্রুতিকা আরও বলেন, “যখন আমি অর্জুনকে বলতে যাচ্ছিলাম, তখন দেখি আমার চোয়াল একদিকে টান পড়ছে, আর পুরো বাঁ হাত তুলতেই পারছি না। এটি হার্ট অ্যাটাকের স্পষ্ট লক্ষণ। তখন আমি চোখ বন্ধ করে ডান হাত নাড়াতে থাকি, যেন পক্ষাঘাত না হয়।”
তবে অভিনেত্রী জানিয়েছেন, এটি সবার ক্ষেত্রে ঘটে না। তার ক্ষেত্রে এটি হতে পারে, আবার নাও হতে পারে ভ্যাকসিনের কারণে। কিন্তু সেই রাতের ভয় এখনও তাকে তাড়িয়ে বেড়ায়।
অন্যদিকে সম্প্রতি কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী শেফালী জারিওয়ালা। যিনি নিজেও বিগ বসের প্রতিযোগী ছিলেন।
এসএন