আধুনিক প্রেম, না বলা কথা আর চোখের ইশারায় গড়ে ওঠা এক আবেগময় সম্পর্ক— ঠিক এমনই গল্প নিয়ে মুক্তি পেল ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’-এর ট্রেলার। মন ছুঁয়ে যাওয়া এই প্রেমকাহিনির কেন্দ্রে আছেন বিক্রান্ত ম্যাসি ও বলিউডে পা রাখা শানায়া কাপূর। পরিচালনায় সন্তোষ সিংহ। মুক্তি পাচ্ছে ১১ জুলাই, বর্ষার ঠিক মাঝামাঝি, যেন প্রকৃতিও সিনেমার আবহের সঙ্গে মিশে যায়।
ট্রেলার জুড়ে রয়েছে এক মনভরা নিরবতা। প্রেমের উষ্ণতা ও বিচ্ছেদের ব্যথা মিলেমিশে তৈরি করেছে এক কাব্যিক রসায়ন। আলো-আঁধারির খেলা, বৃষ্টিভেজা শহরের একান্ত মুহূর্ত, ক্যাফের চুপচাপ কোণ আর দুটি হৃদয়ের না বলা অনুভূতি— সব মিলিয়ে এক আবেগপ্রবণ অভিজ্ঞতা তৈরি করেছে এই রোমান্টিক ড্রামা।
বিক্রান্ত ম্যাসি যেন নতুন এক রূপে ধরা দিয়েছেন। সংবেদনশীল, নরম, আবেগঘন এক প্রেমিকের চরিত্রে তিনি যেন নিজেকেই ভেঙেছেন নতুন করে। আর অভিষেকেই দর্শকের মন কেড়েছেন শানায়া কাপূর। পর্দায় তাঁর উপস্থিতি পরিণত, আত্মবিশ্বাসী ও গভীর অনুভবময়— যা বলিউডে তাঁর ভবিষ্যৎ যাত্রাকে আশার আলো দেখায়।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শানায়ার বাবা সঞ্জয় কাপূর ও মা মহীপ কাপূর। কন্যার অভিষেকে আবেগে ভেসেছেন তাঁরা। অনুষ্ঠানে আরও ছিলেন ছবির প্রযোজক উমেশ বানসাল এবং সহপ্রযোজক মানসী ও বরুণ বাগলা। প্রযোজনায় আছে জি স্টুডিওজ ও মিনি ফিল্মস।
এই প্রেমের গল্পকে আরও গভীরতা দিয়েছেন সুরকার বিশাল মিশ্র। তাঁর সুরে প্রেম যেন শব্দ ছাড়াই অনুভবযোগ্য। আবহসংগীতে ইতিমধ্যেই দর্শকের মনে ছুঁয়ে গেছে ভালোবাসা ও বিচ্ছেদের নরম আবেশ।
‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ শুধুই প্রেমের ছবি নয়, এটি এক অনুভব। বৃষ্টিভেজা আবহে এই প্রেম যেন ছুঁয়ে যাবে দর্শকের মন। প্রেমিক-প্রেমিকার ভাঙাগড়ার গল্পকে নির্মল সৌন্দর্যে উপস্থাপন করেছে এই সিনেমা।
এসএন