শাকিব খান নামটা শুনলে এক সময় মজা করতেন অভিনেতা আরশ খান। অথচ এখন লাইনে দাঁড়িয়ে শাকিব খানের সিনেমা দেখার জন্যই টিকিট কাটেন এই অভিনেতা।
প্রিয়তমা চলচ্চিত্র শাকিব খানকে এক নতুন জন্ম দিয়েছে। এরপর শাকিব খানকে নিয়ে একের পর এক উন্মাদনা তৈরি করছেন নির্মাতারা।
যদিও সেসব সিনেমা দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করলেও একটি শ্রেণীর ধারণা শাকিব শিগগিরই ফুরিয়ে যাবেন। সেসব ভিন্ন কথা। কিন্তু এখন শাকিব খান যে ঈর্ষার, দেশীয় শোবিজ ইন্ডাস্ট্রির আইকন সে কথা বলার অপেক্ষা রাখে না।
তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, উপহাসে আমার এখন আর খারাপ লাগেনা, কষ্ট হয়না। শাকিব খান নামটা শুনলে এক সময় মজা করা আমি আজ লাইনে দাড়িয়ে তার সিনেমার টিকিট কাটি। মনে রাখবেন , আজ যারা আপনার উপর হাসে তারাই আপনার ভবিষ্যৎ ফ্যান।
আরশ খান নিজের উপলব্ধির প্রকাশ এভাবেই করেছেন, কেননা তিনি নিজেও এখন কম উপহাসের মধ্য দিয়ে যাচ্ছদেন না।
তাই এসব একেবারে গায়েই মাখতে চাইছেন না এই অভিনেতা।
সম্প্রতি আরশ খানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এসেছিল। তার বিরুদ্ধে সহকারীকে মারধর, গালিগালাজ ও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করেছেন মিজান ও আশরাফুল নামের দুই তরুণ।
পিএ/এসএন