দক্ষিণী ছবির তারকা অজিত কুমার এ বছরের শুরুতে ‘গুড ব্যাড আগলি’ সিনেমা দিয়ে দর্শকদের উপহার দিয়েছেন এক অ্যাকশন-ঘন বিনোদন। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই তার পরবর্তী ছবি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিনেমাপাড়ায়। ইন্ডাস্ট্রির খবরে জানা যাচ্ছে, অজিতের পরবর্তী ছবি ‘এ কে ৬৪’ আগামী আগস্ট মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
প্রযোজনা সংস্থা রোমিও পিকচার্স ছবিটি তৈরি করবে। এরাই এর আগে ‘বিশ্বাসম’ এবং ‘ভিভেগম’ এর মতো জনপ্রিয় ছবি প্রযোজনা করে খ্যাতি কুড়িয়েছে। সম্ভাব্য পরিচালক হিসেবে আছেন আধিক রবিচন্দ্রন। যিনি ‘গুড ব্যাড আগলি’ তে অজিতের সঙ্গে প্রথম কাজ করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন।
তবে পরিচালক বাছাই নিয়ে কম আলোচনা হয়নি। শোনা যাচ্ছিল কার্তিক সুব্বারাজ, প্রশান্ত নীল, ভেঙ্কট প্রভু এমনকি ধনুশের নামও। শেষ পর্যন্ত আবারও আধিকের দিকেই ঝুঁকেছেন প্রযোজকরা।
জানা গেছে, শুটিং শুরু হতে পারে চলতি বছরের শেষ দিকে। এর মধ্যে অজিতের অন্যতম শখ রেসিং-এর শিডিউলের সঙ্গেও সমন্বয় করা হবে। অজিত কুমার নিজেই চালু করেছেন রেসিং দল, যা ইতিমধ্যেই দুবাই ও ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। তার রেসিং সময়সূচির সঙ্গে মিলিয়ে শুটিং পরিকল্পনা সাজানো হবে।
‘গুড ব্যাড আগলি’ ছবিতে অজিতকে দেখা গিয়েছিল একজন প্রাক্তন অপরাধীর চরিত্রে, যিনি প্রতিশোধের নেশায় নামেন। সঙ্গে ছিলেন তৃষা কৃষ্ণান, অর্জুন দাস, জ্যাকি শ্রফ ও প্রিয়া প্রকাশ ভারিয়ার। ছবিটি বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। এই ছবিতেই আধিক-অজিত জুটি দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়।
এখন সকলের নজর আগস্টের দিকে। অজিত ভক্তরা অধীর আগ্রহে দিন গুনছেন, এবার তিনি কোন গল্পে, কোন রূপে পর্দায় ফিরবেন। রেসিং আর সিনেমার ফিউশনে অজিত কুমার তার কেরিয়ারকে নতুন উচ্চতায় নেবেন কিনা—সেটাই এখন দেখার বিষয়।
এফপি/টিএ