বাতাসেই এখন চলছে জাহাজ, চীনের হাতে বাস্তব হলো কল্পনা

কল্পনা করুন, একটি জাহাজ চলছে শুধুমাত্র বাতাসের শক্তিতে, কোনো জ্বালানি ছাড়াই! চীনের সাংহাই ওয়াইগাওকিয়াও শিপিং বিল্ডিং (এসডাব্লিউএস) কোম্পানি লিমিটেড সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। বিশাল তিনটি পাল, প্রতিটি প্রায় ৪০ মিটার লম্বা, নিয়ে তৈরি হয়েছে ২৫০ মিটার দীর্ঘ এবং ৪৪ মিটার প্রস্থের এক অত্যাধুনিক জাহাজ। এই 'ব্র্যান্ডস হ্যাচ' নামের জাহাজটি জ্বালানি ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে বাতাসকে প্রধান চালিকা শক্তি হিসেবে ব্যবহার করছে, যা পরিবেশবাদীদের তাক লাগিয়ে দিয়েছে। এটি শুধু জ্বালানি সাশ্রয়ই করছে না, কার্বন নিঃসরণ কমাতেও রাখছে বিশাল ভূমিকা।

ব্রিটেনের ইউনিয়ন মেরিটাইম লিমিটেডের (ইউএমএল) জন্য চীনের তৈরি ‘ব্র্যান্ডস হ্যাচ’ জাহাজটি জ্বালানি ছাড়াই বাতাসের সাহায্যে স্রোতের অনুকূলে পৌঁছে যাচ্ছে আপন গন্তব্যে। এতে সাশ্রয় হচ্ছে হাজার হাজার কোটি টাকার জ্বালানি। নির্মাতা প্রতিষ্ঠান এসডাব্লিউএস ১১ জুন ইউএমএলের কাছে জাহাজটি হস্তান্তরের পর ১৬ জুন থেকে ইউরোপীয় সমুদ্রপথে ‘ব্র্যান্ডস হ্যাচ’ চলাচল শুরু করছে।

ডিজেল চালিত বিশাল ইঞ্জিনের গতানুগতিক ব্যবহার কমিয়ে চীনের পরিবেশবান্ধব এ জাহাজ ইতোমধ্যে বিশ্বের প্রভাবশালী সব দেশের নজর কেড়েছে। ২৫০ মিটার দীর্ঘ ও ৪৪ মিটার প্রস্থের জাহাজটি প্রথমে দেখলে মনে হবে এ যেন ভাসমান কোনো ভবন! যা আয়তনে কয়েকটি ফুটবল মাঠের সমান। এর সবচেয়ে চমকপ্রদ দিক হলো, এতে রয়েছে তিনটি ৪০ মিটারের বেশি উঁচু ‘স্মার্ট-সেইল’ যা স্বয়ংক্রিয়ভাবে বাতাসের গতিপথ বুঝে জাহাজের চলাচল নিয়ন্ত্রণ করতে সক্ষম, যা জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেয়। আর প্রতিকূলে চলার সময় ইঞ্জিনের জ্বালানি ব্যবহার করে এটি পৌঁছে যায় গন্তব্যে।

লং রেঞ্জ টু (এলআর টু) খ্যাত ব্র্যান্ডস হ্যাচ প্রতিবার যাত্রায় পরিবহণ করতে পারবে প্রায় ৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। কিন্তু এর বিস্ময় এখানেই শেষ নয়। এর বায়ু-সহায়ক প্রযুক্তি দৈনিক জ্বালানির ব্যবহার প্রায় ১৪.৫ টন এবং দৈনিক কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ ৪৫ টন কমিয়ে আনছে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে বছরে এতে প্রায় ১২ শতাংশ জ্বালানি খরচ কমবে এবং কার্বন নিঃসরণ কম হবে ৩,৮০০ থেকে ৫,০০০ টন, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় এক বিশাল অগ্রগতি। এতে প্রতি বছর এই জাহাজ ব্যবহারে সাশ্রয় হবে প্রায় দেড়শ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৮ হাজার ৪০২ কোটি টাকা।

গ্রিসের ঋণদাতা সংস্থা পাইরেউস ব্যাংক অত্যাধূনিক এ জাহাজ নির্মাণে অর্থায়নের কথা জানালেও বিনিয়োগের পরিমাণ জানায়নি। তবে চীনের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিশাল এই জাহাজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ১২ হাজার ৭০০ কোটি টাকার মতো।

বাতাসের শক্তিতে ছুটে চলবে জাহাজ, যা এক সময় দিবাস্বপ্ন মনে হতো, চীনের প্রকৌশল দক্ষতায় আজ সেটিই বাস্তবে রূপ নিয়েছে। জ্বালানিভিত্তিক শক্তির বিকল্প খুঁজতে গিয়ে বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে চীনের এই প্রচেষ্টা প্রমাণ করেছে বাতাসই হতে পারে আগামীর জাহাজ চালনার অন্যতম মূল শক্তি।

Share this news on:

সর্বশেষ

img
প্রথম প্রেমের বিষয়টাই খুব মধুর এবং সুন্দর: কমলিকা ব্যানার্জি Nov 05, 2025
img
দায়িত্ব পাওয়ার ৩ ঘণ্টার পরই ‎পদত্যাগ করলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার Nov 05, 2025
img
সর্বমিত্রের মাস্তানি আসলে শিবিরের মাস্তানি : জাহেদ উর রহমান Nov 05, 2025
img
সব অভিমান ভুলে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো: বিএনপি প্রার্থী Nov 05, 2025
img
গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এরশাদ উল্লাহ'র সহযোগী সরোয়ার বাবলা Nov 05, 2025
img
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শনে জয়া আহসান ও ইউএনডিপির শুভেচ্ছা দূত Nov 05, 2025
img
দেশজুড়ে এক মাসে ১৮ জেলায় কনসার্ট অ্যাশেজের Nov 05, 2025
img
সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে ভারত Nov 05, 2025
img
মামদানিকে শুভেচ্ছা জানালেন লন্ডনের মেয়র সাদিক খান Nov 05, 2025
img
প্রতিবাদী ও বুদ্ধিজীবী আলোচনা বিনোদনের আড়ালে: কৌশিক সেন Nov 05, 2025
img
দুর্দান্ত পারফরম্যান্সে টেস্ট দলে জায়গা পেলেন পান্ত Nov 05, 2025
img
লামিনে ইয়ামাল রিয়ালে মাদ্রিদে খেলার অযোগ্য: ইভান জামোরানো Nov 05, 2025
img
সর্ব মিত্রকে ট্রায়ালে ফেলবেন না : জুমা Nov 05, 2025
img
জাতীয় সংসদের অর্ধেক আসনের দাবি নারী নেত্রীদের Nov 05, 2025
img
জনসমর্থনে শীর্ষ ১০ এর ভিতর না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক রহমান Nov 05, 2025
img
বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন কোচ হান্সি ফ্লিক! Nov 05, 2025
img
কিছুক্ষণ পরই আকাশে দেখা দেবে ‘সুপারমুন’ Nov 05, 2025
img
রিমান্ডে সেই বুয়েট ছাত্র শ্রীশান্ত Nov 05, 2025
img
সার্ভার ত্রুটির কারণে নভেম্বরের এমপিও আবেদনের সময়সীমা বাড়াল মাউশি Nov 05, 2025
img
বরখাস্ত করা হলো পাকা কলা ঘুস নেওয়া সেই কর্মচারীকে Nov 05, 2025