ডিভোর্সের পর কয়েক মাস কাটতেই ফের সম্পর্কে জড়ালেন যুজবেন্দ্র চাহাল! এক কমেডি শো’য়ে তারকা স্পিনারকে প্রশ্ন করা হয়, তিনি কি বিশেষ কাউকে মন দিয়ে ফেলেছেন? চাহালের সটান উত্তর, সেটা তো গোটা ভারত জেনে গিয়েছে। তারপর থেকেই নেটদুনিয়ায় জোর চর্চা, তাহলে কি আরজে মাহভাশের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন চাহাল?
ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যেত আরজে মাহভাশকে। ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যাও। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে। উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থেকেছেন। আবার সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন। সেই মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে চর্চাও কম নয়। নেটিজেনদের সকলেরই প্রশ্ন, চাহালের সঙ্গে মাহভাশের সম্পর্কটা ঠিক কী?
এই কানাঘুষোর মধ্যেই দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে হাজির হয়েছেন একঝাঁক ভারতীয় ক্রিকেটার। ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে অভিষেক শর্মা, ঋষভ পন্থ, চাহাল-প্রত্যেকেই ছিলেন সেই শো’তে। সেখানেই কথোপকথন চলাকালীন চাহালের ব্যাগ থেকে বেরয় সাদা রঙের একটি সাদা শার্ট, সেখানে লাল লিপস্টিকের দাগ। সঙ্গে সঙ্গে তারকা স্পিনারকে জিজ্ঞাসা করা হয়, কী চলছে তাঁর জীবনে? গোটা দেশ তো সেটা জানতে চায়।
সেই প্রশ্নের জবাবে হাসিমুখে চাহাল বলেন, “সেই প্রশ্নের উত্তর তো গোটা ভারত জেনেই গিয়েছে।” সঙ্গে সঙ্গে পন্থও বলেন, ‘এখন তো চাহাল একেবারে ফ্রি’। এই কথোপকথনের দৃশ্য ছড়িয়ে পড়ার পরেই নেটদুনিয়ায় তুমুল জল্পনা। মাহভাশ এবং চাহালকে নিয়ে দেশজুড়ে চর্চা চলছেই। সেই চর্চাকেই কি মান্যতা দিলেন তারকা স্পিনার? উল্লেখ্য, আইপিএলের ঠিক আগেই ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্স হয় চাহালের। তার আগেই মাহভাশের সঙ্গে বড়দিন পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী দু’জনকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও দেখা যায়।
এফপি/ টিএ