দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ১১জন শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (০৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। এ বছর এখন পর্যন্ত করোনায় ২৪ জন মারা গেছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার (৬ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৩৩৪টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে কেউ মারা যায়নি।
চলতি বছরে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ জন মারা গেছেন বলেও জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের বার্তায়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।
আরআর/এসএন