কেজিএফ সিরিজের পর ইয়াশকে নিয়ে দর্শকদের উত্তেজনা এমনিতেই তুঙ্গে। সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে তার পরবর্তী সিনেমা ‘টক্সিক’-এর খবর। ‘প্যান-ইন্ডিয়া অ্যাকশন ড্রামা’ ঘরানার এই সিনেমা শুধু ইয়াশের জন্য নয়, বরং এর সংগীত পরিচালক হিসেবেও এবার চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।
জানা গেছে, এই সিনেমার সংগীত পরিচালনা করবেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। এটি হবে তার প্রথম কন্নড় সিনেমা। এর আগে ‘ভিক্রম’, ‘জেলার’, ‘লিও’, ‘জওয়ান’-এর মতো দক্ষিণের পাশাপাশি বলিউডেও একের পর এক ব্লকবাস্টার সঙ্গীত দিয়েছেন অনিরুদ্ধ। তার সুরে রয়েছে আলাদা শক্তি, যা দর্শককে একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখে।
‘টক্সিক’ সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহানদাস। মুক্তির সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে ২০২৬ সালের ১৯ মার্চ।ইয়াশ এই ছবিতে কেজিএফ-এর পর প্রথমবারের মতো বড় পর্দায় ফিরবেন। স্বাভাবিকভাবেই তাঁর বিশাল ভক্তগোষ্ঠীর জন্য এটি বড় খবর।
শোনা যাচ্ছে, কেজিএফ সিরিজের নিয়মিত সুরকার রবি বসরুর টিজারের সংগীত করেছেন বটে, তবে পুরো সিনেমার মিউজিকের দায়িত্ব এবার অনিরুদ্ধের হাতে তুলে দেওয়া হয়েছে। মূল লক্ষ্য—এই ছবিকে কেবল কন্নড় নয়, তামিল, তেলুগু ও হিন্দি বাজারেও সমান জনপ্রিয় করা। অনিরুদ্ধের ফ্যানবেস এই অঞ্চলে বিশাল, যা ছবির বাজারকে আরও বড় করবে বলেই ধারণা।
তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নির্মাতাদের পক্ষ থেকে। ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সূত্র বলছে, খুব শিগগিরই আসবে বিশদ ঘোষণা—তখন পুরো কাস্ট, টেকনিক্যাল টিম ও মিউজিক সংক্রান্ত সব তথ্য সামনে আসবে।
সব মিলিয়ে বলা যায়,ইয়াশের তারকাখ্যাতি, গীতু মোহানদাসের আলাদা দৃষ্টিভঙ্গি, আর অনিরুদ্ধের সুর—সবকিছু মিলে ‘টক্সিক’ হতে যাচ্ছে এক নিখুঁত প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টারের সম্ভাবনা। শোনা যাচ্ছে, ছবির সাউন্ডট্র্যাকই নাকি আগেই ইন্টারনেটে ঝড় তুলতে পারে।
এফপি/ টিএ