চলতি মাসেই জিম্বাবুয়ে সফরে যাবে নিউজিল্যান্ড দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। যেখানে রয়েছে দুই নতুন মুখ জ্যাকব ডাফি এবং ম্যাট ফিশার।
২৫ বছর বয়সি ফিশার ফার্স্ট ক্লাস ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করছেন। তরুণ এই পেসারের প্রতি আগ্রহ দেখিয়েছেন নিউজিল্যান্ডের নতুন কোচ রব ওয়াল্টার। এখন পর্যন্ত ১৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে ২৪.১১ গড়ে ৫১টি উইকেট নিয়েছেন ফিশার। ফিশারের এই দারুণ পরিসংখ্যানই বলে দিচ্ছে তার দলে ডাক পাওয়ার কারণ।
এদিকে নিউজিল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক পেসার জ্যাকব ডাফি। কিউইদের হয়ে এখন পর্যন্ত ১৪ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেললেও, এবারই প্রথম নিউজিল্যান্ডের টেস্ট দলে জায়গা পেলেন ৩০ বছর বয়সি এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে এই দুই পেসারের অভিষেকও হয়ে যেতে পারে।
তবে দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি চোখে পড়ার মতো। সম্প্রতি অবসর নেয়া টিম সাউদির পাশাপাশি ব্যক্তিগত কারণে খেলছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন ও অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। এছাড়াও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন কাইল জেমিসন এবং চোটের কারণে ছিটকে গেছেন বেন সিয়ার্স।
এদিকে ২০২৩ সালের পর আবারও নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস। আর গত বছর ভারতের বিপক্ষে টেস্টের পর প্রথমবার দলে ডাক পেলেন স্পিনার এজাজ প্যাটেল।
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউরকে, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, উইল ইয়াং।
আরআর/টিকে