মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে সাংবাদিকদের থামিয়ে দেয়া কোনো সভ্য রাজনীতি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর উত্তরায় মুগ্ধ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উত্তরা পশ্চিম থানা কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. জাহিদ বলেন– আপনারা ভয় দেখান, মব সন্ত্রাস করেন, এগুলো তো সভ্য আধুনিক দেশে চলতে পারে না। আইন মানবেন কিন্তু তালগাছটা আমার, সেটা তো হবে না। সাংবাদিকরা লিখলে তাদের ধমক দেবেন আবার বলবেন, কথা বলার স্বাধীনতা চাই, এটা তো হতে পারে না। সাংবাদিকদের কথা পক্ষে গেলে ভালো কিন্তু বিপক্ষে গেলে ধমক দেবেন, এটা সভ্য রাজনীতির চর্চা নয়।
এ সময় আওয়ামী লীগের উদাহরণ টেনে তিনি বলেন, হিটলারও গণতন্ত্রের কথা বলে দাপিয়ে বেড়িয়েছে কিন্তু টিকে থাকতে পারেনি। আপনারা যারা ধমক দিচ্ছেন, মব সন্ত্রাসের চেষ্টা করছেন, বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তারাও টিকে থাকতে পারবেন না। জনগণ যখন ফুঁসে উঠবে, তার পরিণতির ব্যাপারে অতীত থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন তিনি।
নির্বাচন নিয়ে তিনি বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জনগণের অধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। দেশের মালিকানা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হলে বিভাজনের রাজনীতি করা যাবে না। এতে স্বৈরাচারের দোসররা সমাজে বিশৃঙ্খলা করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত ১৬ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে শত শত বিসর্জন বিএনপিতে রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, শ্রদ্ধার সাথে সারাজীবন জাতি তাদের স্মরণে রাখবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসের জন্য বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। ঐক্যবদ্ধ থাকলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান ড. জাহিদ।
এসএন