নাগার্জুনার সঙ্গে ‘কুলি’তে পর্দা শেয়ার করবেন না আমির খান!

দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজের পরিচালনায় আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘কুলি’, যেখানে প্রথমবারের মতো যুক্ত হলেন বলিউডের প্রভাবশালী অভিনেতা আমির খান। এই খবরেই উন্মাদনা ছড়িয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। তবে একটি দিক ভক্তদের মনে হতাশা এনে দিয়েছে, এই ছবিতে আমির খান ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার মধ্যে কোনও যুগল দৃশ্য থাকছে না।

এদিকে হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, নাগার্জুনা এই সিনেমায় ‘সাইমন’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অপরদিকে, আমির খানের চরিত্রের নাম ‘দাহা’। তবে দুই তারকার অভিনয় থাকা সত্ত্বেও, তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করার কোনও দৃশ্য নেই। ফলে বহু প্রতীক্ষিত রিইউনিয়নের আশা ভেঙে পড়েছে ভক্তদের একাংশের।

ছবির গল্পে আমির খানের চরিত্র ‘দাহা’কে রাখা হয়েছে একেবারে ক্লাইম্যাক্স অংশে, যা হবে এক বিশাল চমক। এমনকি ধারণা করা হচ্ছে, তার চরিত্র থেকেই ‘কুলি’র মাধ্যমে শুরু হতে পারে একটি নতুন মাল্টি-ফিল্ম ইউনিভার্স, যেটি পরিচালক লোকেশ কানাগরাজ তার পূর্ববর্তী কাজগুলোর মতোই ধাপে ধাপে বিস্তার ঘটাতে পারেন।



তবে সবচেয়ে বড় চমক হলো, এই ছবিতে প্রায় তিন দশক পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে রজনীকান্ত ও আমির খানকে। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আতঙ্ক হি আতঙ্ক’ ছবির পর এই প্রথম তাঁরা একসঙ্গে অভিনয় করছেন। সিনেমাটি তাই শুধু অ্যাকশন নয়, বরং স্মৃতি ও নস্টালজিয়াতেও ভরপুর এক অভিজ্ঞতা হতে চলেছে।

ছবির তারকাখচিত কাস্টেও রয়েছে বিস্ময়। রজনীকান্ত, আমির খান ও নাগার্জুনার পাশাপাশি আছেন কন্নড় সিনেমার কিংবদন্তি উপেন্দ্র রাও। সেই সঙ্গে গুঞ্জন উঠেছে, ছবিতে থাকবে বিশেষ ক্যামিও চরিত্র ও ‘এক্সটেন্ডেড ইউনিভার্স’-এর বিভিন্ন রেফারেন্স, যেটি লোকেশ আগেও তাঁর ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এ সফলভাবে প্রয়োগ করেছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘চিকিতু’, যা পুরোপুরি একটি ‘ম্যাস ফ্লেভার’-এর গান। গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। গানের সাফল্য ও তারকাবহুল কাস্টিং মিলিয়ে ‘কুলি’ এখন ২০২৫ সালের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত চলচ্চিত্র।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট ২০২৫ তারিখে, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন। একই দিনে মুক্তি পাচ্ছে ইয়াশরাজ ফিল্মসের আলোচিত স্পাই থ্রিলার ‘ওয়ার ২’, যেখানে অভিনয় করছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। ফলে দক্ষিণের ম্যাস অ্যাকশন বনাম উত্তরের স্টাইলিশ স্পাই থ্রিল, এই দুই ঘরানার মুখোমুখি দ্বৈরথ দেখা যাবে বক্স অফিসে।

সব মিলিয়ে, ‘কুলি’ হতে চলেছে শুধু একটি সিনেমা নয়, বরং ২০২৫ সালের সবচেয়ে বড় থিয়েটার অভিজ্ঞতা, যেখানে তারকাদের সংঘর্ষ, রহস্যময় গল্প, অ্যাকশন আর ভবিষ্যৎ সিনেমাটিক ইউনিভার্সের ইঙ্গিত মিলবে একসঙ্গে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ফ্রান্সে দাবানলে আহত শতাধিক Jul 09, 2025
img
আওয়ামী লীগের সঙ্গে যারা আঁতাত করেনি, তারাই বড় বিএনপি : ড. বাচ্চু Jul 09, 2025
img
সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত Jul 09, 2025
img
করাচির ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার Jul 09, 2025
img
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ : উমামা ফাতেমা Jul 09, 2025
img
টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর Jul 09, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ Jul 09, 2025
শুল্কের ব্যাপারে এবার ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে: অর্থ উপদেষ্টা Jul 09, 2025
‘নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না’ Jul 09, 2025
‘পিণ্ডি-দিল্লি ও লন্ডন-আমেরিকার ওপর নির্ভর করতে চাই না’ Jul 09, 2025
এনসিপি বাংলাদেশপন্থি দল, দিল্লিপন্থি নয়, বসুন্ধরাপন্থি নয়: হাসনাত Jul 09, 2025
ডিপজলের প্রতি নারী ভক্তের গুরুতর অভিযোগ Jul 09, 2025
মেহেরপুরের মঞ্চে উঠে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ Jul 09, 2025
তরুণদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Jul 09, 2025
বৃষ্টিতেও থেমে নেই এনসিপির জুলাই পদযাত্রা Jul 09, 2025
প্রাপ্য টাকার দাবিতে জুলাই আহত যোদ্ধাদের জুলাই ফাউন্ডেশন এর সামনে হট্টগোল, অফিস তালা Jul 09, 2025
জি এম কাদেরের অব্যাহতি সিদ্ধান্ত মানেন না আনিসুল-রুহুল-মুজিবুল Jul 09, 2025
img
সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার Jul 09, 2025
img
বরগুনায় ডেঙ্গুতে প্রাণ হারাল এক যুবক Jul 09, 2025
img
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৪টি স্থানে ভাঙন, ডুবে যাচ্ছে জনপদ Jul 09, 2025