আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করে ফেলেছেন লিটন দাস। তবে গত বছর সাদা বলের ক্রিকেটে বাজে ফর্মের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর ঘরোয়া লিগেও বলার মতো পারফরম্যান্স করতে পারেননি। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে যান এই ব্যাটার। মাঝে পেয়েছেন টি-টোয়েন্টির নেতৃত্বও।
বিসিবির আস্থার জায়গায় থাকলেও ঘুরে ফিরে সেই ব্যর্থতার বৃত্তেই আটকা আছেন লিটন। কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। প্রশ্নের পর প্রশ্ন উঠছে, কোন প্রসেসে তাহলে ওয়ানডে দলে লিটন? শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও করতে পারেননি কোনো রান। পরে বাদ পড়ে যান দল থেকে। শেষ দুই ওয়ানডেতে তার জায়গায় খেলেছেন শামীম পাটোয়ারী।
গতকাল তৃতীয় ওয়ানডেতে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, দেখুন আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম সেটা দলের কম্বিনেশনের জন্য। আমরা লিটনের জায়গায় শামীম পাটোয়ারীকে খেলিয়েছিলাম এবং ওইখানে আমাদের একজন ষষ্ঠ বোলার প্রয়োজন ছিল। এজন্য আমরা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে শামীমকে খেলিয়েছিলাম।
মিরাজ মনে করেন, দলটা যেহেতু তরুণ তাই তাদের সুযোগ দিলে একদিন হয়তো তারা ভালো খেলবে।
তিনি আরও বলেন, আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।
পিএ/টিএ