বিএমইউয়ে ফিজিওথেরাপি দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট, চালু হচ্ছে কাল

পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত পরিসরে পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে।

চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টারটি উন্নত বিশ্বের মানদণ্ডে গড়ে তোলা হয়েছে, যেখানে মিলবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ও সুনির্দিষ্ট পুনর্বাসন সেবা।

বুধবার (৯ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এতথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের সরকার এই প্রকল্পে প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে। প্রযুক্তির দিক থেকে এই সেন্টারটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, যা বাংলাদেশের চিকিৎসা খাতে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে উঠবে।

এই সেন্টারে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক। এসব রোবটের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব।

বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্টারটি চালুর পূর্বপ্রস্তুতি হিসেবে চীনের ৭ সদস্যের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ইতোমধ্যে ২৭ জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত জনবল অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করলে এবং প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে সেন্টারটি পুরোদমে চালু করা হবে।

এই রোবটিক সেন্টার যেসব রোগীরা স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়ুবিক বৈকল্য, দীর্ঘমেয়াদি ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দুর্ঘটনাজনিত জটিলতা বা শরীরের অঙ্গের দুর্বলতাসহ জটিল পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের উপকারে আসবে।

বিশেষ করে জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং এখনও দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন, তাদের এই সেন্টারে বিনামূল্যে রোবটিক চিকিৎসা সেবা দেওয়া হবে।

সেন্টারটি শুধু বিশেষ উদ্দেশ্যেই সীমাবদ্ধ থাকবে না। পরিকল্পিত নীতিমালার আলোকে সাধারণ রোগীদের জন্যও ধাপে ধাপে সেবা উন্মুক্ত করা হবে। একই সঙ্গে চেষ্টা থাকবে চিকিৎসার ব্যয় রোগীদের আর্থিক সক্ষমতার মধ্যে রাখার।

এই সেন্টার চালু হলে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি-নির্ভর পুনর্বাসন চিকিৎসায় এক নতুন যুগে প্রবেশ করবে। দেশীয় চিকিৎসাব্যবস্থার জন্য এটি শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গণেশ পূজার ছবি উসকে দিয়েছে কার্তিক আরিয়ান ও শ্রীলীলার প্রেমের গুঞ্জন Sep 08, 2025
img
কাঠামোগত দুর্নীতি বাংলাদেশকে পিছিয়ে রেখেছে : শারমীন এস মুরশিদ Sep 08, 2025
img
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের জন্মদিন আজ Sep 08, 2025
img
ডাকসুতে কে জিতবে, পূর্বাভাস দিলেন এনসিপি নেত্রী Sep 08, 2025
img
ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার Sep 08, 2025
img
উজ্জ্বল নিকমের বায়োপিকে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির জুটি Sep 08, 2025
img
টিভি দেখতে দেখতে হঠাৎ ব্রেইন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের! Sep 08, 2025
img
সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা তুলতে পারে নেপাল! Sep 08, 2025
img
আপনারা সব সময় সতর্ক ও সজাগ থাকবেন: মির্জা ফখরুল Sep 08, 2025
img
জলবায়ু অর্থায়নের যুক্তি তৈরিতে গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে : প্রেসসচিব Sep 08, 2025
img
শ্রদ্ধা কাপুরকে নিয়ে আসছে বনি কাপুরের নতুন বড় প্রজেক্ট Sep 08, 2025
হৃতিক রোশনের প্রেমিকা তকমায় ক্ষুব্ধ সাবা! Sep 08, 2025
img
বিসিবির নির্বাচন না করার কারণ জানালেন আকরাম খান Sep 08, 2025
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ জয়-পুতুল-রাদওয়ানকে নিয়ে আ.লীগের নেতৃত্ব সাজাচ্ছেন হাসিনা Sep 08, 2025
img

নৈতিক দায়িত্ববোধ থেকে

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ Sep 08, 2025
img
ষড়যন্ত্র যতই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন : আমান উল্লাহ আমান Sep 08, 2025
img
সোনার দামে আবারও রেকর্ড, ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা Sep 08, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে অলিম্পিয়াডে পদকজয়ী ৬ শিক্ষার্থী Sep 08, 2025
img
মুক্তি পেল ‘দ্য ব্যাডস অব বলিউড’ ট্রেলার , থাকছে শাহরুখ-আমিরসহ হেভিওয়েট তারকাদের ক্যামিও Sep 08, 2025
img
লোকেশ কানাগারাজ পরিচালনায় একসঙ্গে আসছেন কমল হাসান ও রজনীকান্ত জুটি Sep 08, 2025