চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত তিন যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১৫ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস, বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ও বিমানবাহিনীর টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার দিবাগত রাত ৮টা ৫৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করে। ওই ফ্লাইট থেকে নামা তিনজন যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস নিষিদ্ধ বিদেশি ক্রিম, ১০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট, ৭টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক রাজস্ব মূল্য ১৪ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
যাদের কাছ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে তারা হলেন- ফেনী সদর উপজেলার বাসিন্দা মো. রিপন এবং ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, তারা প্রথমবার এ ধরনের ঘটনায় জড়িত থাকায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মালামাল জব্দ করা হয়েছে।
কেএন/টিএ