ক্যারিবীয় সাগরে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলের কাছে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে। ডোমিনিকান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, প্রায় ৪০ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী ওই নৌকাটি পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা দিয়েছিল। এর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির নৌবাহিনী জানায়, তারা ১০ জন ডোমিনিকান এবং ৭ জন হাইতিয়ানকে উদ্ধার করেছে।
উদ্ধারকৃতদের মধ্যে একটি শিশু রয়েছে। কর্তৃপক্ষ জানায়, ‘ইয়োলা’ নামে পরিচিত এসব অভিবাসীবাহী নৌকা সাধারণত কাঠ বা ফাইবারগ্লাস দিয়ে তৈরি হয় এবং সেগুলোতে কোনো ধরনের নিরাপত্তা মান বজায় রাখা হয় না।
ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোতে পৌঁছাতে একমুখী যাত্রার জন্য অভিবাসীরা প্রায় ৭ হাজার ডলার পর্যন্ত পরিশোধ করে থাকেন।
উল্লেখ্য, ডোমিনিকান প্রজাতন্ত্র ও হাইতি একসঙ্গে হিস্পানিওলা দ্বীপ ভাগ করে নিয়েছে, যেখানে হাইতিতে চলমান সংকট পরিস্থিতি বিরাজ করছে।
গত এক দশকে ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে অবৈধ অভিবাসনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সূত্র : আলআরাবিয়া
এমআর/টিএ