কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় ২ জনের মর্মান্তিক মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (১৩ জুলাই) দূপূরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থল বন্দর সড়কের ঘুন্টি ঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরে হলেন- ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আনিকা (১২)।
জানা গেছে, আজ রবিবার দুপুরে সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূরুঙ্গামারী আসার পথে ভূরুঙ্গামারী টু স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোকে ধাক্কা দিলে সেটি উল্টে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু ঘটে।
গুরুতর আহত অবস্থায় অটোচালক বানু মিয়াসহ আরো দুই যাত্রীকে ভূরুঙ্গামারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় চালক বানু মিয়ার মৃত্যু ঘটে।
আহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর এলাকার আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও কন্যা ফাতেমা (৯)। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ‘দুর্ঘটায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’
কেএন/এসএন