সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কয়রা রেঞ্জে বন বিভাগের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষ দিয়ে মাছ ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় দুষ্কৃতকারীরা এই হামলা চালায় বলে জানিয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১০ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। রোববার (১৩ জুলাই) এ ঘটনায় কয়রা থানায় মামলা করে বন বিভাগ।
বন বিভাগের অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় কয়রা বন টহল ফাঁড়ির সদস্যরা ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় নিয়মিত টহলের সময় কয়েকজনকে বিষ দিয়ে মাছ শিকার করতে দেখে। এ সময় তারা দুটি নৌকা এবং বিষমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেন। তবে অভিযানের পর ফেরার পথে জঙ্গলে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা টহল দলের ওপর হামলা চালায় এবং জব্দ করা নৌকা দুটি ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় বন বিভাগের বোটম্যান আলমগীর হোসেন ও কর্মী তোরাব আলী আহত হন। তাদের হাতের কবজি ও আঙুল ভেঙে গেছে। বর্তমানে তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল মজুমদার জানান, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় একটি মামলা দায়ের করেছে বন বিভাগ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমকে/টিকে