প্রায় ৫ ঘণ্টা পর রাজধানীর বনানীর সড়ক থেকে সরেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক ছাড়লে মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং শুরু হয়। সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে মহাখালী রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা জেলার সিএনজি চালকদের দাবি, ঢাকা জেলার অন্তর্গত সিএনজিগুলোকে ঢাকা মহানগরে চলতে দিতে হবে। এর জন্য কোনো ধরনের মামলা দিতে পারবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই দাবি নিয়ে বিআরটিএর সদর দফতরের সামনে অবস্থান নেয়া শুরু করেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির অন্তর্গত সিএনজি চালকরা।
তাদের উপস্থিতি বাড়তে থাকলে যান চলাচল বন্ধ হয়ে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। এক পর্যায়ে আন্দোলনরত চালকরা বিআরটিএ ভবন ঘেরাও করে রাখেন। তারা কাউকে ভেতরে ঢুকতে বা ভেতর থেকে বাইরে বের হতে দিচ্ছিলেন না। সেনাবাহিনীর ৩০-৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।
এর আগে, সড়ক অরোধের কারণে যান চলাচল বন্ধ হয় বলে এক ফেসবুক পোস্টে জানান সার্জেন্ট আনিসুর রহমান। এ অবস্থায় গাড়ি চলাচলে বিশেষ নির্দেশনাও দেন তিনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
এসএন